ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আজ থেকে ফের সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

আজ থেকে ফের সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা
আজ থেকে ফের সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

Bengaliportal: এবার যেন আমজনতার ধৈর্যের আরও বেশি পরীক্ষা নিতেই চলতি মাসে সপ্তাহ দুয়েকেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় বার দাম বাড়ল রান্নার গ্যাসের। গৃহস্থের ১৪.২ কেজি (ভর্তুকিহীন) ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ১৯ কেজি, দু’ধরনের সিলিন্ডারেরই। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জানাল, কলকাতায় আজ থেকে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়ছে আরও ৫০ টাকা। এর আগে গত ২ ডিসেম্বরও বেড়েছিল ৫০ টাকা। অর্থাৎ, দু’দফায় মোট ১০০ টাকা। এ বার সাধারণ মানুষকে ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৭২০.৫০ টাকায়। ১৯ কেজির দামও আজ ফের ৩৬ টাকা বেড়েছে।

দু’দফায় মোট ৯১.৫০ টাকা। দাঁড়িয়েছে ১৩৮৭.৫০ টাকায়। ফলে হোটেল-রেস্তরাঁর মতো বাণিজ্যিক কাজকর্মের খরচও বাড়বে। মাত্র এক মাসে রান্নার গ্যাসের দাম এতটা বাড়ায় ক্ষোভের মুখে পড়েছে মোদী সরকার। বিশেষত করোনার জেরে চারপাশে আর্থিক সঙ্কট যখন তীব্র, বহু মানুষের রুজি-রোজগার যখন অনিশ্চিত, শিল্প ও আমজনতা যখন সব ঝড়-ঝাপ্টা সয়েও ঘুরে দাঁড়ানোর আশায় দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

প্রচলিত নিয়মে প্রতি মাসের শেষ দিনে তেল সংস্থাগুলি পরের মাসের রান্নার গ্যাসের দাম জানায় ডিস্ট্রিবিউটরদের। সেই অনুযায়ী গত ৩০ নভেম্বর সংস্থাগুলি জানায়, ডিসেম্বরে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বাড়লেও, ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাস একই থাকবে (৬২০.৫০ টাকা)। কিন্তু দিন দুয়েক বাদে রাত ২টোর পরে আচমকাই ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছয় তাদের বার্তা, ৫০ টাকা বেড়ে কলকাতায় নতুন দাম হচ্ছে ৬৭০.৫০ টাকা। এই অবস্থায় সিলিন্ডারের দাম বাড়লেও কেন্দ্র তাঁদের প্রাপ্য ভর্তুকির অঙ্ক বাড়ায়নি, এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে গ্রাহকদের মধ্যে। কলকাতায় যার অঙ্ক মাত্র ১৯.৫৭ টাকা।

আরও পড়ুন: রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বদলের দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর

এই প্রেক্ষিতে সোমবার যখন ভর্তুকির ভবিষ্যৎ নিয়ে অসন্তোষ আরও চড়ছে সংশ্লিষ্ট মহলের মধ্যে, তখন রাতের দিকে আচমকা দ্বিতীয় বার ডিস্ট্রিবিউটরদের দাম বৃদ্ধির কথা জানায় তেল সংস্থাগুলি। সংস্থা সূত্রের দাবি, বিশ্ব বাজারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জন্যই দেশেও তা বাড়ছে। ৫০ টাকা দাম বাড়লেও গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা জমা পড়ার পরে নজরে আসে গত তিন মাসের নামমাত্র অঙ্কেই তা স্থির হয়ে রয়েছে। এ বার তো আরও ৫০ টাকা বেশি লাগবে ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে। বেশি আয়ের প্রেক্ষিতে উচ্চবিত্তদের ভর্তুকি ছাঁটাই করলেও, কম রোজগেরেদের ক্ষেত্রে তা চালু রেখেছে মোদী সরকার।

Leave a Reply