ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

“সরকারি চাকরি দাও, মুখ্যমন্ত্রী হও” – মমতাকে শর্ত প্রাক্তন মাওবাদীদের

"সরকারি চাকরি দাও, মুখ্যমন্ত্রী হও" - মমতাকে শর্ত প্রাক্তন মাওবাদীদের
"সরকারি চাকরি দাও, মুখ্যমন্ত্রী হও" - মমতাকে শর্ত প্রাক্তন মাওবাদীদের
Rate this post

Bengaliportal: সরকারি চাকরি দিলে তবেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে পারবেন। রাজ্য সরকারের উদ্দেশে এমনই হুমকি দিলেন প্রাক্তন মাওবাদীরা। সেইসঙ্গে আরও বার্তা, সরকার দ্রুত চাকরির ব্যবস্থা করলে আবার আগের মতোই মুখ্যমন্ত্রীর চেয়ারে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বসাবেন। গত সোমবার পুরুলিয়ার বরাবাজারের ঝাড়খণ্ড লাগোয়া বেড়াদায় তৃণমূলের পতাকার নিচে বৈঠক করে এই সিদ্ধান্ত নিলেন একসময় মাওবাদী সংগঠনে থাকা স্কোয়াড সদস্যরা। কয়েকদিন আগে এই থানা এলাকাতেই মাওবাদীদের পোস্টার, ব্যানার, প্রচারপত্র উদ্ধার হয়, যাতে নানাবিধ হুঁশিয়ারি ছিল। এরপর বৈঠক করে বার্তা। ফলে বিধানসভা ভোটের আগে প্রাক্তন মাওবাদীদের এমন সিদ্ধান্তে চাপে পড়ে গিয়েছে পুলিশ l পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগণ বলেন, “এই বিষয়টি এখনই শুনলাম, খোঁজ নেওয়া হচ্ছে।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সোমবার দুপুরে একদা মাওবাদী উপদ্রুত বেড়াদাতে বাংলা-ঝাড়খণ্ডের প্রায় শতাধিক প্রাক্তন মাওবাদী সদস্য হাজির ছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে সমাজের মূল স্রোতে ফিরেছেন। তবে এই বৈঠক ছিল একেবারে তৃণমূলের পতাকা লাগিয়ে। এই বৈঠকে হাজির ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা বড়াম থানার বুড়িবাসা গ্রামের বাসিন্দা ধনঞ্জয় দাস বলেন, “রাজ্য সরকারের ঘোষণা মত আমাদের চাকরি দিতে হবে, নাহলে আমরা নিজেদের মতো করে বুঝে নেব। যারা একসময় মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন, তাদের সকলকে চাকরি দিতে হবে।”

আরও পড়ুন: ৭৫ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কার্ড বিলি বিজেপির

ওই বৈঠকে রাজ্য সরকারের সাফল্যের রিপোর্ট কার্ড বিলি করে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম বলেন, “প্রাক্তন মাওবাদীরা রাজ্য সরকারের অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। তাঁরা সরকারের পাশেই আছেন। যাঁরা এখনও চাকরি পাননি, সেই সুযোগ পাওয়ার যোগ্য, সেই বিষয়ে আমরা যথাস্থানে কথা বলছি।” আগামী বছরে বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার তাদের জন্য কীভাবে সুযোগ-সুবিধা প্রদান করবেন সেদিকে লক্ষ্য থাকবে সকলের।

Leave a Reply