ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়ার আগে মহামিছিলের আয়োজন গ্রুপ ডি কর্মপ্রার্থীদের

মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়ার আগে মহামিছিলের আয়োজন গ্রুপ ডি কর্মপ্রার্থীদের
মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়ার আগে মহামিছিলের আয়োজন গ্রুপ ডি কর্মপ্রার্থীদের
Rate this post

Bengaliportal: ১৪ ডিসেম্বর অর্থাৎ আজ সোমবার শিয়ালদহ বিগ বাজার থেকে হগ স্ট্রিট পর্যন্ত মহামিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন WBGDRB-2017 গ্রুপ ডি Waitlisted প্রার্থীরা। মিছিলের পর নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মিছিল সংক্রান্ত একটি বিবৃতিতে প্রার্থীদের তরফে জানানো হয়েছে, “আমরা কখনই কাঙ্খিত ছিলাম না এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। শিক্ষিত কর্মহীন হয়ে প্রকৃত বিচারের আশায় আজ আমাদের এই জায়গায় দাঁড় করিয়েছে। উক্ত কর্মসূচিটি যাতে সর্বাঙ্গীন ভাবে সম্পন্ন করতে পারি ও প্রচারের আলোয় আসতে পারি তারজন্য আপনাদের কৃপাদৃষ্টি আকর্ষণ করছি।”

আরও পড়ুন: ৭৫ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কার্ড বিলি বিজেপির

WBGDRB 2017 গ্রুপ-ডি ওয়েটিং কর্মপ্রার্থীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সব জেলার ওয়েটিং তালিকা ভুক্ত কর্মপ্রার্থী তাদের বার্তা ও একাধিক তথ্য নিয়ে এদিন মহামিছিলে শামিল হবেন। সেখানে উপস্থিত থাকবেন সুজন চক্রবর্তী, আব্দুল মান্নান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের উপস্থিতিতে অবস্থান কর্মসূচী ও নবান্নে মুখ্যমন্ত্রীকে গণ ডেপুটেশন জমা দেওয়া গহে। এই নিয়ে ৬ ডিসেম্বর প্রার্থীদের তরফে অনুমতি পত্র জমা দেওয়া হয়েছে ও তাঁরা সম্মতি আদায়ও করেছেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তাঁরা। এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ জন ওয়েটিং প্রার্থী অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে।

Leave a Reply