ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

নিম্নচাপের ভ্রুকুটি, সোমবার থেকে রাজ্যের এই ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের ভ্রুকুটি, সোমবার থেকে রাজ্যের এই ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা

[ad_1]

নিম্নচাপের ভ্রুকুটি, সোমবার থেকে রাজ্যের এই ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। তবে এই বছর এখনো পর্যন্ত সেই ভাবে বর্ষার বৃষ্টি দেখা যায়নি দক্ষিণবঙ্গে। বর্ষার বৃষ্টি না হওয়ার কারণে অধিকাংশ জেলাতেই জলের ঘাটতি রয়ে গেছে। চাষাবাদ চরম সংকটে পড়েছে এই মুহূর্তে। পাশাপাশি দিন দিন বাড়ছে গরম। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য তাকিয়ে আমজনতা।

তবে এবার হাওয়া অফিসের তরফ থেকে কিছুটা হলেও আশার আলো দেখানো হয়েছে। নিম্নচাপের হাত ধরে বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। নিম্নচাপের যে ভ্রুকুটি রাখা দিয়েছে তার কারণে সোমবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে বলে অনুমান করছে হাওয়া অফিস।

বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ বিরাজ করছে। অন্যদিকে নিজের অবস্থান থেকে সামান্য দক্ষিণে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেও জানাচ্ছে হওয়া অফিস। কেবলমাত্র এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে।

এর পাশাপাশি হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার রাজ্যের অধিকাংশ জেলা মেঘাচ্ছন্ন থাকবে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোন জেলাতে আপাতত ভারী অথবা অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি হওয়া অফিস।

অন্যদিকে উত্তরবঙ্গের নতুন করে ৫ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরবঙ্গের এই পাঁচ জেলা হলো কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। বর্তমানে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রার পারদ গত চার পাঁচ বছরের তুলনায় অনেক বেড়েছে। যে কারণে সেখানকার মানুষদের মধ্যেও অস্বস্তি বৃদ্ধি পেয়েছে।

[ad_2]

Leave a Reply