ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক ও ITI পাশেই সরকারি চাকরি এখনই আবেদন করুন

মাধ্যমিক ও ITI পাশেই সরকারি চাকরি এখনই আবেদন করুন
মাধ্যমিক ও ITI পাশেই সরকারি চাকরি এখনই আবেদন করুন
Rate this post

Bengaliportal: Institute of Mineral and Material Technology এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হল, যেখানে টেকনিশিয়ান পদে নিয়ােগের কথা বলা হয়েছে।
অর্থাৎ, মাধ্যমিক এবং আইটিআই পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

  • পদের নামঃ- Technician পদে নিয়ােগ করা হবে।
  • আবেদনকারীর বয়সসীমাঃ সর্বোচ্চ 28 বছর।
  • আবেদন শুরুঃ- 21.12.2020
  • আবেদন শেষঃ- 22.01.2021
  • বেতনঃ- লেভেল 2 তে 19900-63200 টাকা মাসিক বেতন।

আরও পড়ুন: রাজ্যে পরিবেশ দপ্তরে শূন্যপদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক

  • মােট শূন্যপদ:

– 14 টি।

  • যার মধ্যে SC দের জন্য 2 টি, ST দের জন্য 3 টি, জেনারেল দের জন্য ৪ টি ও এক্স সার্ভিস ম্যান এর জন্য ১ টি শূন্যপদ।
  • শিক্ষাগত যােগ্যতা:-

বিজ্ঞান নিয়ে মাধ্যমিকে 55% এর বেশি নম্বর ও ITI পাশ। আইটিআই এর প্রায় সবকটি ভাগ এর যেকোনাে একটি থেকে পাশ করা হলেই আবেদন করা যাবে।

  • আবেদন পদ্ধতি:-

CSIR-IMMT এর অফিশিয়াল WEBSITE থেকেই অনলাইনে আবেদন করা যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.immt.res.in

Leave a Reply