Bengaliportal: রাজ্যের পরিবেশ দপ্তরে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক যোগ্যতা সম্পন্ন পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবে।
মােট শূন্যপদ WBPCB এর এই ৭ টি ভিন্ন পদগুলির মােট শূন্যপদ হলাে ৪৮ টি। আবেদন ফি জেনারেলদের জন্য ৩০০ টাকা, এসসি, এসটিদের জন্য আবেদন ফি লাগবে না। আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বাের্ড- এর website থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০।
- জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারঃ শূন্যপদের সংখ্যা- ১টি
- পরিবেশগত বিশ্লেষকঃ শূন্যপদের সংখ্যা-১২টি
- সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্কঃ শূন্যপদের সংখ্যা- ৩টি
- অ্যাকাউন্ট ক্লার্কঃ শূন্যপদের সংখ্যা- ৫টি
- ল্যাব সহকারীঃ শূন্যপদের সংখ্যা- ৭টি
- জুনিয়র পরিবেশগত সহকারীঃ শূন্যপদের সংখ্যা-১৩টি
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
1. জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক /বায়ােটেকনােলজি / রাসায়নিক / সিভিল / যান্ত্রিক / পরিবেশ / ইনস্ট্রমেন্টেশন / অটোমােবাইল বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। |
❏ বেতন মাসিক 35800 টাকা থেকে 92100 টাকা বেতন। |
2. পরিবেশগত বিশ্লেষক একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান / ভূতত্ত্ব/ জীববিজ্ঞান/ প্রাণীবিদ্যা / উদ্ভিদ বিজ্ঞান। রসায়ন/ মাইক্রোবায়ােলজি। পদার্থবিজ্ঞান/ জৈব রসায়ন / জৈবপ্রযুক্তিতে স্নাতক ডিগ্রি। |
❏ বেতন মাসিক 32100 থেকে 82900 টাকা বেতন। |
3. সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক- একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য স্নাতক। |
❏ বেতন মাসিক 28900 থেকে 74500 টাকা বেতন। 4. অ্যাকাউন্টস ক্লার্ক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বাের্ড বা এর সমমানের পরীক্ষায় পাস। ❏ বেতন মাসিক 22700 থেকে 58500 টাকা বেতন। 5. ল্যাব সহকারী-উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল বা উচ্চ মাধ্যমিক সমমানের পশ্চিমবঙ্গ পরীক্ষায় পাস। ❏ বেতন মাসিক 22700 থেকে 58500 টাকা বেতন। 6. জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক শিক্ষার বাের্ড বা এর সমমানের পশ্চিমবঙ্গ পরীক্ষায় পাস। ❏ বেতন মাসিক 22700 থেকে 58500 টাকা বেতন। |
আরও পড়ুন: রাজ্যের কৃষি প্রযুক্তি সহায়ক বিভাগে ১২০০ শূণ্যপদে নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা
অফিশিয়াল ওয়েবসাইটঃ https://www.wbpcb.gov.in
বয়সসীমা ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে পরীক্ষার্থীর বয়স হতে হবে। পরীক্ষার্থী বয়সের হিসাব করবেন ১ নভেম্বর ২০১০ তারিখের ভিত্তিতে। মােট শূন্যপদ WBPCB এর এই ৭ টি ভিন্ন পদগুলির মােট শূন্যপদ হলাে ৪৮ টি। আবেদন ফি জেনারেলদের জন্য ৩০০ টাকা, এসসি, এসটিদের জন্য আবেদন ফি লাগবে না।