ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গবাদিপশুর মল, ভুষি, অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে গুঁড়ো মশলা, হাথরসে কারখানার পর্দাফাঁস

গবাদিপশুর মল, ভুষি, অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে গুঁড়ো মশলা, হাথরসে কারখানার পর্দাফাঁস
গবাদিপশুর মল, ভুষি, অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে গুঁড়ো মশলা, হাথরসে কারখানার পর্দাফাঁস
Rate this post

Bengaliportal: তৈরি হচ্ছে গুঁড়ো মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো প্যাকেটবন্দি হয়ে চলে যাচ্ছে বাজারে। কিন্তু সেই গুঁড়ো মশলা কী দিয়ে তৈরি হচ্ছিল জানেন? গাধার মল, অ্যাসিড, কৃত্রিম রঙের মতো বিষাক্ত পদার্থ দিয়ে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

উত্তরপ্রদেশের হাথরসে অভিযান চালিয়ে এমনই একটি ভয়ঙ্কর ভেজাল কারখানার হদিশ পেল পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৩০০ কেজি গুঁড়ো মশলা। গ্রেফতার কারখানার মালিক অনুপ ভারসেনি। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই ভেজালের কারবার চালিয়ে আসছিলেন অনুপ। তিনি আবার ‘হিন্দু যুব বাহিনী’ নামে একটি সংগঠনের স্থানীয় নেতা।

আরও পড়ুন: মধ্যপ্রদেশ বিহারের পর এবার মহারাষ্ট্র সরকারও ব্যান করল জিন্স ও টি-শার্ট

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাথরসের নবিপুর এলাকার ওই কারখানাটিতে গভীর রাতে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল। তখনও ওই সব ভেজাল মশলা তৈরি হচ্ছিল। উদ্ধার হয় লঙ্কা, ধনে, গরম মশলা, হলুদের মতো গুঁড়ো মশলা। সেগুলি তৈরি হচ্ছিল গাধার মল, রাসায়নিক রঙ, অ্যাসিডের মতো বিষাক্ত পদার্থ দিয়ে। সূত্রের খবর, প্রায় ৩০০ কেজি মশলার মধ্যে থেকে ২৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply