ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023 – SSC Junior Translator Recruitment 2023

SSC Junior Translator Recruitment 2023
SSC Junior Translator Recruitment 2023

এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023 – SSC Junior Translator Recruitment 2023: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৩০৭টি শূন্যপদে জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ করা হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023 – SSC Junior Translator Recruitment 2023

নিয়োগ সংস্থাStaff Selection Commission (SSC)
পদের নামবিভিন্ন
মোট শূন্যপদ৩০৭ টি
বেতন (₹)৩৫,৪০০ – ১,৪২,৪০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটssc.nic.in

এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023 – SSC Junior Translator Recruitment 2023

এসএসসি নিয়োগ 2023 পদের নাম

স্টাফ সিলেকশন কমিশনের (SSC) পক্ষ থেকে যে সকল প্রতিনিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে –

  • Junior Translation Officer
  • Junior Hindi Translator
  • Junior Translator
  • Senior Translator
  • Senior Hindi Translator

SSC Junior Translator Recruitment 2023 মোট শূন্যপদ

এখানে সব মিলিয়ে মোট ৩০৭ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Junior Translation Officer১৩ টি
Junior Hindi Translator২১ টি
Junior Translator২৬৩ টি
Senior Translator১ টি
Senior Hindi Translator৯ টি
মোট শূন্যপদ৩০৭ টি

এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, মাস্টার ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

SSC Junior Translator Recruitment 2023 বয়সসীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী, সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। OBC প্রার্থীদের ৩ বছর, SC/ST প্রার্থীদের ৫ বছর, PwD (UR) প্রার্থীদের ১০ বছর, PwD (OBC) প্রার্থীদের ১০ বছর এবং PwD (SC/ST) প্রার্থীদের ১৫ বছর বয়স ছাড় থাকবে।

এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023 বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের যে পরিমাণ বেতন দেয়া হবে তা নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে –

পদের নামবেতন (₹)
Junior Translation Officer৩৫,৪০০ – ১,১২,৪০০/-
Junior Hindi Translator
Junior Translator
Senior Translator৪৪,৯০০ – ১,৪২,৪০০/-
Senior Hindi Translator

আবেদন পদ্ধতি (SSC Junior Translator Recruitment 2023 Apply Online)

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এখানে ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আপনি যদি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর প্রয়োজনীয় তথ্যটি অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সবকিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর আবেদনটি সাবমিট করতে হবে। এরপর অনলাইনের মাধ্যমে আবেদনমূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখতে হবে। এখানে আবেদন করার আগে অবশ্যই একবার নিচের দেওয়াল লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে করে দেখবেন।

SSC Junior Translator Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/Ex-Servicemen & PWD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023 আবেদনের শেষ তারিখ

SSC এর এর অফিসের বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হল ১২ সেপ্টেম্বর ২০২৩।

SSC Junior Translator Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (পেপার-১) এবং বর্ণনামূলক মোড পরীক্ষা (পেপার-২) নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হবে। এরপর ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023 গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু২২.০৮.২০২৩
আবেদন শেষ১২.০৯.২০২৩
আবেদন এডিট উইন্ডো১৩.০৯.২০২৩
১৪.০৯.২০২৩
কম্পিউটার ভিত্তিকঅক্টোবর ২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিংক: Apply Here

অফিসিয়াল ওয়েবসাইট: ssc.nic.in

Leave a Reply