ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আর্নেস্ট মিলার হেমিংওয়ে জীবনী – Ernest Hemingway Biography in Bengali

Ernest Hemingway Biography in Bengali
Ernest Hemingway Biography in Bengali
Rate this post

আর্নেস্ট মিলার হেমিংওয়ে জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে Ernest Hemingway Biography in Bengali. আপনারা যারা আর্নেস্ট মিলার হেমিংওয়ে সম্পর্কে জানতে আগ্রহী আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর জীবনী টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।

আর্নেস্ট মিলার হেমিংওয়ে কে ছিলেন? Who is Ernest Hemingway?

আর্নেস্ট মিলার হেমিংওয়ে (২১ জুলাই ১৮৯৯ – ২ জুলাই ১৯৬১) একজন মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তার আইসবার্গ তত্ত্ব নামে পরিচিত নির্মেদ ও নিরাবেগী লেখনী বিংশ শতাব্দীর কথা সাহিত্যের ভাষাশৈলীতে ব্যাপক প্রভাব ফেলে; অন্যদিকে তার রোমাঞ্চ প্রিয় জীবন ও ভাবমূর্তি পরবর্তী প্রজন্মের কাছে তাকে প্রশংসিত করে তোলে। বিংশ শতাব্দীর বিশের দশকের মাঝামাঝি থেকে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত সময়ে তিনি তার অধিকাংশ সাহিত্যকর্ম রচনা করেছিলেন এবং ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি সাতটি উপন্যাস, ছয়টি ছোটগল্প সংকলন এবং দুইটি অকল্পিত সাহিত্য গ্রন্থ প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পরে আরও তিনটি উপন্যাস, চারটি ছোটগল্প সংকলন এবং তিনটি অকল্পিত সাহিত্য গ্রন্থ প্রকাশিত হয়েছিল। তার প্রকাশিত গ্রন্থের অনেকগুলোই মার্কিন সাহিত্যের ধ্রুপদী বা চিরায়ত গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।

আর্নেস্ট মিলার হেমিংওয়ে জীবনী – Ernest Hemingway Biography in Bengali

নামআর্নেস্ট মিলার হেমিংওয়ে
জন্ম21st জুলাই 1899
পিতাক্লেরেন্স এডমন্ডস হেমিংওয়ে
মাতাগ্রেস হল হেমিংওয়ে
জন্মস্থানওক পার্ক, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
পেশালেখক, সাংবাদিক
মৃত্যু2nd জুলাই 1961 (বয়স 61)

bengaliportal

 

আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর জন্ম: Ernest Hemingway’s Birthday

আর্নেস্ট মিলার হেমিংওয়ে ১৮৯৯ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: সুনির্মল বসু জীবনী

আরও পড়ুন: শিবরাম চক্রবর্তী জীবনী

আরও পড়ুন: আশাপূর্ণা দেবী জীবনী

আরও পড়ুন: সুকুমার সেন জীবনী

আরও পড়ুন: মানিক বন্দ্যোপাধ্যায় জীবনী

আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর পিতামাতা ও জন্মস্থান: Ernest Hemingway’s Parents And Birth Place

আর্নেস্ট মিলার হেমিংওয়ে প্রখ্যাত মার্কিন ঔপন্যাসিক এবং ছোট গল্পকার আর্নেস্ট হেমিংওয়ের জন্ম ১৮১৯ খ্রিঃ ২১ শে জুলাই যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যের ওক পার্কে। তার বাল্যকাল কেটেছে বিচিত্র পারিবারিক পরিবেশের মধ্যে। বাবা ছিলেন ডাক্তার। আর শিকার পাগল মানুষ। হেমিংওয়ে শিকারে হাত পাকিয়ে ছিলেন ছেলেবেলায় বাবার কাছ থেকেই।

অন্যদিকে মা ছিলেন সংগীত রসিক। তার ইচ্ছা ছিল ছেলে সংঙ্গীতজ্ঞ হবে। পিতামাতা দুজন ভিন্ন রুচির মানুষ, ফলে তাদের মধ্যে কারণে অকারণে অশান্তি আর খিটিমিটি লেগেই থাকত। এই পরিবেশে হেমিং – এর মন স্বভাবতঃই নিঃসঙ্গ বােধের শিকার হয়ে পড়েছিল।

আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর শিক্ষাজীবন: Ernest Hemingway’s Educational Life

পড়াশােনা শুরু হয়েছিল ওকপার্ক হাইস্কুলে। যথেষ্টই মনোেযােগী ছাত্র ছিলেন হেমিং।স্কুলের পড়ার বইয়ের বাইরের জগৎ সম্পর্কে ছিল তীব্র অনুসন্ধিৎসা।ফলে নানা বিষয়ের বই নিয়ে ডুবে থাকতেন।

আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর কর্ম জীবন: Ernest Hemingway’s Work Life

হেমিং – এর পড়াশােনা বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত পৌছয়নি। তার আগেই তিনি কর্মজীবনে প্রবেশ করেন। ক্যানসাস সিটিস্টার পত্রিকায় সাংবাদিক হিসেবে জীবন শুরু করেন। হেমিং সাংবাদিক হিসেবে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করেন। টরন্টো স্টার পত্রিকার সাংবাদিক হিসেবে তাকে ইউরােপের বিভিন্ন দেশ ভ্রমণ করতে হয়েছিল।

১৯২৫ খ্রিঃ তার প্রথম গল্প গ্রন্থ ইন আওয়ার টাইমস এবং পরের বছর প্রথম উপন্যাস দ্য সান অলসাে রাইজেস প্রকাশিত হবার পর হেমিং লেখক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর বিবাহ জীবন ও পরিবার: Ernest Hemingway’s Marriage Life And Family

সাহিত্য রচনার সহজাত প্রতিভা নিয়ে জন্মালেও হেমিং বাল্যবয়স থেকেই বিচিত্র মানসিকতার শিকার হয়ে পড়েছিলেন। বলাই বাহুল্য বাবা – মায়ের অমিল সংসার থেকেই এই অস্থিরতা তার মধ্যে বাসা বেঁধে ছিল। যৌবনে নিজে যখন বিয়ে করলেন, বারবার নিজের সংসার ভাঙ্গল, গৃহসুখ বা সংসার বন্ধন বলে কিছুই প্রায় ছিল না তার। ১৯২১ খ্রিঃ থেকে ১৯৪৬ খ্রিঃ পর্যন্ত চারবার বিবাহও বিবাহবিচ্ছেদ ঘটে তার জীবনে। তার চতুর্থ স্ত্রী মারী ছিলেন ওয়েলস ডেলি এক্সপ্রেসের ফিচারিস্ট। জীবনে চরম প্রতিষ্ঠার সময়ে এই স্ত্রীই ছিলেন তাঁর পাশে।

আরও পড়ুন: গোপাল চন্দ্র ভট্টাচার্য ‘র জীবনী

আরও পড়ুন: সালিম আলী ‘র জীবনী

আরও পড়ুন: হোমি জাহাঙ্গীর ভাভা ‘র জীবনী

আরও পড়ুন: আবদুস সালাম জীবনী

আরও পড়ুন: দৌলাত সিং কোঠারি জীবনী

আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর রচনা: Written by Ernest Hemingway

প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতায় পূর্ণ উপন্যাস এ ফেয়ারওয়েল টু আর্মস (১৯২৯ খ্রিঃ) প্রকাশের পর হেমিংওয়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তাঁর রচনা জার্মান ফ্রান্স সহ আরাে অনেক ভাষায় অনূদিত হতে থাকে।

অনেকের মতে হেমিংওয়ের শ্রেষ্ঠ সৃষ্টি হল স্পেনীয় যুদ্ধের অভিজ্ঞতায় রচিত উপন্যাস ফর হুম দ্য বেল টোলস। বইটি প্রকাশিত হয় ১৯৪০ খ্রিঃ। তার গীতিধর্মী অসামান্য উপন্যাস দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য সী প্রকাশিত হয় ১৯৫২ খ্রিঃ। অন্যান্য উল্লেখযােগ্য রচনার মধ্যে আছে মেন উইদাউট উইমেন (১৯২৭), উইনার টেক নাথিং (১৯৩৩), টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট (১৯৩৭), স্পেন দেশের ষাঁড়ের লড়াই বা বুল ফাইট নিয়ে রচিত ডেথ ইন দ্য আফটারনুন (১৯৩২) এবং মৃত্যুর পরে প্রকাশিত আত্মজীবনীমূলক রচনা এ মুভেবল ফিস্ট (৯৬৪) ও আইল্যান্ড ইন দ্য স্ট্রীম (১৯৭০)।

আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর পুরস্কার ও সম্মান: Ernest Hemingway’s Awards And Honors

হেমিংওয়ে ১৯৫২/১৯৫৩ খ্রিঃ পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ খ্রিঃ সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন।

আর্নেস্ট মিলার হেমিংওয়ে এর মৃত্যু: Ernest Hemingway’s Death

হেমিংওয়ের বাবা আত্মহত্যা করে জীবনযন্ত্রণা থেকে অব্যাহতি পেয়েছিলেন (১৯২৮ খ্রিঃ)। তিনি নিজেও বহুবার আত্মহত্যার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ১৯৬১ খ্রিঃ আত্মহত্যার মধ্য দিয়েই জীবনাবসান ঘটে।

আরও পড়ুন: জন ডাল্টন জীবনী

আরও পড়ুন: কার্ল ফ্রিড‌রিশ গাউস জীবনী

আরও পড়ুন: আমেদেও অ্যাভোগাড্রো জীবনী

আরও পড়ুন: হামফ্রে ডেভি জীবনী

আরও পড়ুন: কাউন্ট রামফোর্ড জীবনী

Leave a Reply