ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সুনির্মল বসু জীবনী – Sunirmal Basu Biography in Bengali

Sunirmal Basu Biography in Bengali
Sunirmal Basu Biography in Bengali

সুনির্মল বসু জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে Sunirmal Basu Biography in Bengali. আপনারা যারা সুনির্মল বসু সম্পর্কে জানতে আগ্রহী সুনির্মল বসুর জীবনী টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।

সুনির্মল বসু কে ছিলেন? Who is Sunirmal Basu?

সুনির্মল বসু (২০ জুলাই ১৯০২ – ২৫ ফেব্রুয়ারি ১৯৫৭) একজন বাঙালি কবি ও শিশুসাহিত্যিক। যে কজন মুষ্টিমেয় সাহিত্য সাধক আজীবন বাংলা শিশুসাহিত্যের সেবায় ব্রতী ছিলেন তাঁদের মধ্যে কবি সুনির্মল বসু অন্যতম। বাংলার শিশু কিশােরদের মধ্যে একাধারে শিক্ষা ও আনন্দ বিতরণের ব্রত নিয়ে আজীবন অশেষ ক্লেশ স্বীকার করেও কখনাে পশ্চাদপদ হননি সুনির্মল। তাঁর রচিত অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও জীবনী গ্রন্থ বাংলা শিশু সাহিত্যের স্থায়ী সম্পদ হয়ে রয়েছে।

সুনির্মল বসু জীবনী – Sunirmal Basu Biography in Bengali

নামসুনির্মল বসু
জন্ম20th জুলাই 1902
পিতাপশুপতি বসু
মাতা
জন্মস্থানগিরিডি, বিহার, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত)
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
পেশাকবি ও শিশুসাহিত্যিক
মৃত্যু25th ফেব্রুয়ারি 1957 (বয়স 54)

bengaliportal

 

সুনির্মল বসুর জন্ম: Sunirmal Basu’s Birthday

সুনির্মল বসু ১৯০২ সালের ২০ জুলাই জন্মগ্রহণ করেন।

সুনির্মল বসুর পিতামাতা ও জন্মস্থান: Sunirmal Basu’s Parents And Birth Place

সুনির্মল বসুর আদিনিবাস ছিল ঢাকায়। পিতার নাম পশুপতি বসু। তার পিতামহ গিরিশচন্দ্র বসু ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। শিশুসাহিত্য রচনা করেও তিনি খ্যাতি লাভ করেছিলেন। সুনির্মলের মাতামহ বিপ্লবী মনােরঞ্জন গুহঠাকুরতা ও ছিলেন সুসাহিত্যিক ও সাংবাদিক।এইদুই পরিবারের সাহিত্য প্রতিভা সুনির্মল লাভ করেছিলেন উত্তরাধিকার সূত্রে। পিতার কর্মস্থল বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন ১৯০২ খ্রিঃ ২০ শে জুলাই।

সুনির্মল বসুর ছোটবেলা: Sunirmal Basu’s Childhood

সাঁওতাল পরগনার পাহাড়, নদী জঙ্গল সুনির্মলের শিশুমনকে প্রবলভাবে আকৃষ্ট করত। এখানকার মনােরম প্রাকৃতিক পরিবেশে লালিত হয়ে তার কবিপ্রতিভা বিকাশলাভ করেছিল।

বনজঙ্গলের বিচিত্র পাখির কূজন, ঝরনাধারার কুলুকুলুধ্বনি কিশাের সুনির্মলের কবিতা রচনার প্রধান প্রেরণা হয়ে উঠেছিল। প্রকৃতির বুকের ছন্দময় বিচিত্র ধ্বনির মধ্যেই তার বিচিত্র ছন্দ শিক্ষার সূত্রপাত হয়েছিল। পরবর্তীকালে কবিতায় বিভিন্ন ছন্দের সার্থক প্রয়ােগ তাকে যশস্বী করেছিল।

আরও পড়ুন: জীবনানন্দ দাশ জীবনী

আরও পড়ুন: সুকান্ত ভট্টাচার্য জীবনী

আরও পড়ুন: হােমার জীবনী

আরও পড়ুন: গল্পের রাজা ঈশপ জীবনী

আরও পড়ুন: দান্তে আলিঘিয়েরি জীবনী

সুনির্মল বসুর শিক্ষাজীবন: Sunirmal Basu’s Educational Life

কিশাের বয়সে কবিতা রচনার সঙ্গে চিত্রাঙ্কনও শিক্ষা করেছিলেন। পরবর্তীকালে অবনীন্দ্রনাথ প্রতিষ্ঠিত আর্ট কলেজেও পাঠ নিয়েছিলেন। ১৯২০ খ্রিঃ পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করে কলকাতায় আসেন। সেন্ট পলস কলেজে পড়ার সময়েই গান্ধীজির অসহযােগ আন্দোলনে যােগ দেন। ফলে কলেজের পড়া অসমাপ্তই থেকে যায়।

সুনির্মল বসুর কর্ম জীবন: Sunirmal Basu’s Work Life

শিশু – সাহিত্য রচনাকেই জীবিকা হিসেবে গ্রহণ করেছিলেন। সে যুগে কেবল সাহিত্যকে নির্ভর করে বিশেষ করে অবহেলিত শাখা শিশু – সাহিত্যের সেবা করে বেঁচে থাকা ছিল দুঃসহকৃচ্ছ্বতা ভােগের নামান্তর। বাংলার শিশু – কিশােরদের স্বার্থে সেই দুঃখময় জীবনই তিনি স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন।

সুনির্মল বসুর প্রথম কবিতা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থের নাম হাওয়ার দোলা। সারাজীবনে অসংখ্য সরস ছড়া, কবিতা, গল্প কাহিনী, উপন্যাস, রূপকথা, ভ্রমণকাহিনী, কৌতুক নাট্য প্রভৃতি রচনা করে শিশু সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। এছাড়া বহু শিশু গ্রন্থও সম্পাদনা করেছেন তিনি। তৎকালীন সময়ের একমাত্র কিশাের পাক্ষিক পত্রিকা কিশাের এশিয়ার তিনি পরিচালক ছিলেন।

আরও পড়ুন: লিওনার্দো দা ভিঞ্চি জীবনী

আরও পড়ুন: নিকোলাস কোপার্নিকাস জীবনী

আরও পড়ুন: আন্দ্রে ভেসালিয়াস জীবনী

আরও পড়ুন: টাইকো ব্রাহে জীবনী

আরও পড়ুন: গ্যালিলিও গ্যালিলেই জীবনী

সুনির্মল বসুর পুরস্কার ও সম্মান: Sunirmal Basu’s Awards And Honors

১৩৬৩ বঙ্গাব্দে শিশুসাহিত্য রচনার জন্য ভুবনেশ্বরী পদক পান। দিল্লীতে অনুষ্ঠিত বঙ্গসাহিত্য সম্মেলনের শিশু – সাহিত্য শাখার সভাপতিত্ব করেন।

সুনির্মল বসুর রচনা: Written by Sunirmal Basu

তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযােগ্য ছানাবড়া, পাততাড়ি, মরণের ডাক, আনন্দ নাডু, কিপটে ঠাকুর্দা, ছন্দ শিক্ষার বই ছন্দের টুংটাং ও ছন্দের গােপন কথা, বীরশিকারী প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ ছােটদের চয়নিকা ও ছােটদের গল্প সঞ্চয়ন। জীবন খাতার কয়েক পাতা তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ।

সুনির্মল বসুর মৃত্যু: Sunirmal Basu’s Death

১৯৫৭ খ্রিঃ ২৫ শে ফেব্রুয়ারী কবি সুনির্মল বসু পরলােক গমন করেন।

Leave a Reply