ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জীবনানন্দ দাশ জীবনী – Jibanananda Das Biography in Bengali

Jibanananda Das Biography in Bengali
Jibanananda Das Biography in Bengali
Rate this post

জীবনানন্দ দাশ জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে Jibanananda Das Biography in Bengali. আপনারা যারা জীবনানন্দ দাশ সম্পর্কে জানতে আগ্রহী জীবনানন্দ দাশের জীবনী টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।

জীবনানন্দ দাশ কে ছিলেন? Who is Jibanananda Das?

জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ – ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের পরেই যাঁর নামটি উচ্চারিত হয় তিনি হলেন চিত্র রূপময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ।

জীবনানন্দস্বীয় কবি মানসের আত্মকথন এভাবে করেছেন, “আমার কাব্য প্রেরণার উৎস নিরবধি কাল ও ধূসর প্রকৃতির চেতনার ভিতরে রয়েছে বলেই ততা মনে করি। তবে সে প্রকৃতি সব সময়েই যে ধূসর তা নয়। মহাবিশ্ব – লােকের ইশারা থেকে উৎসারিত সময় চেতনা, Consciousness of time as a Universal, তা আমার কাব্যে একটি সঙ্গীত সাধক অপরিহার্য সত্যের মত।”

জীবনানন্দের হাতেই আধুনিক বাংলা কাব্যের বাঙ্গি ও রসরূপের দীক্ষা সম্পন্ন হয়েছিল। এক নতুন আদর্শ, গভীর অন্তর্দৃষ্টি ও বলিষ্ঠ লােকচেতনা বােধে রবীন্দ্রোত্তর বাংলা কাব্যকে সমৃদ্ধি দান করেছিল।

তাঁর কাব্য ছিল বর্ণনা বহুল, লােক থেকে লােকোত্তরের সন্ধান দিত, বর্ণময় চিত্রময়, যা প্রকৃত প্রেমকে ছাড়পত্র দিত বিশ্ব মানস লােকে। রবীন্দ্র প্রভাবে লালিত হয়েও তিনি তার কাব্য নির্মিতিতে স্বাতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন।

জীবনানন্দ দাশ জীবনী – Jibanananda Das Biography in Bengali

নামজীবনানন্দ দাশ
জন্ম17 ফেব্রুয়ারি 1899
পিতাসত্যানন্দ দাশগুপ্ত
মাতাকুসুমকুমারী দাশ
জন্মস্থানবরিশাল, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
পেশাকবি, লেখক ও অধ্যাপক
মৃত্যু22 অক্টোবর 1954 (বয়স 55)

bengaliportal

 

জীবনানন্দ দাশের জন্ম: Jibanananda Das’s Birthday

জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: জন মিলটন জীবনী

আরও পড়ুন: উইলিয়ম শেক্সপীয়র জীবনী

আরও পড়ুন: হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জীবনী

আরও পড়ুন: কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলষ্টয় জীবনী

আরও পড়ুন: মার্ক টোয়েন জীবনী

জীবনানন্দ দাশের পিতামাতা ও জন্মস্থান: Jibanananda Das’s Parents And Birth Place

১৮৯৯ খ্রিঃ ১৭ ই ফেব্রুয়ারী বরিশালের এক ব্রাহ্মপরিবারে জীবনানন্দ দাশের জন্ম। পিতার নাম সত্যানন্দ দাশ। মাতা কুসুমকুমারী। রচনা করে সেই যুগে। কবিখ্যাতি লাভ করেছিলেন। তার বিখ্যাত কবিতা “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।” মায়ের সাহিত্য প্রতিভাই লাভ করেছিলেন জীবনানন্দ। তার কাব্যপ্রতিভা বিকাশলাভ করেছিল মায়েরই প্রযত্নে ও উৎসাহে।

জীবনানন্দ দাশের ছোটবেলা: Jibanananda Das’s Childhood

বাল্যবয়স থেকেই রূপময় প্রকৃতির প্রতি তাঁর কবি মন আকৃষ্ট হয়েছিল। ভােরের নির্মল আকাশ, শিশির ভেজা ঘাস, ধানের ক্ষেতে উদ্দাম হাওয়ার মাতন, নদীর চরের চিল – ডাকা বিষন্ন দুপুর, জলে – ভাসা নৌকোর তন্ময় গলুই – সবকিছু, প্রকৃতির সব বর্ণ – বৈচিত্র্য জীবনানন্দের কাছে এক অজানা সুদূরের হাতছানি হয়ে ধরা দিত।

এক অকারণ বিষন্নতায় ভরে উঠত তার মন। রূপ থেকে অরূপের সন্ধানে বিচরণশীল সেই মন স্কুলের খাতায় কবিতা রচনা করে লাভ করত মুক্তি। একাকী নিজের ভাবনায় ডুবে থাকতেই যেন তিনি ভালবাসতেন।

পরবর্তীকালে জীবনানন্দতার নিজের কবিতার উৎস – পরিচিতি দিতে গিয়ে যে কথা বলেছেন, তাতেই তার শৈশব ও কৈশােরের পরিবেশ, কবিমানসের বিচরণ ক্ষেত্র স্পষ্ট হয়ে ধরা পড়েছে।

জীবনানন্দ দাশের শিক্ষাজীবন: Jibanananda Das’s Educational Life

শিক্ষারম্ভ হয়েছিল স্থানীয় ব্রজমােহন স্কুলে। পরে ব্রজমােহন কলেজ থেকে আই.এ. পাস করে কলকাতায় আসেন। ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। ইংরাজিতে অনার্স নিয়ে বি.এ. পাশ করেন।

আরও পড়ুন: জোহানেস কেপলার জীবনী

আরও পড়ুন: উইলিয়াম হার্ভে জীবনী

আরও পড়ুন: র‍্যনে দেকার্ত জীবনী

আরও পড়ুন: জোহানেস গুটেনবার্গ জীবনী

আরও পড়ুন: ইভানজেলিস্তা টরিসেলি জীবনী

জীবনানন্দ দাশের কর্ম জীবন: Jibanananda Das’s Work Life

১৯২১ খ্রিঃ এম.এ. পাস করে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপকের চাকরি গ্রহণ করেন। ১৯২৮ খ্রিঃ পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় তার বহু বিতর্কিত কবিতা ক্যাম্পে। অশ্লীলতার অভিযােগ উত্থাপিত হয় কবির বিরুদ্ধে। সেই সূত্রে অধ্যাপনার চাকরি খােয়াতে হয়। এরপর বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। সর্বশেষ ব্রজমােহন কলেজে অধ্যাপনাকালে ১৯৪৭ খ্রিঃ দেশবিভাগ হলে কলকাতায় চলে আসেন। কলকাতায় স্বরাজ পত্রিকার সম্পাদকীয় বিভাগে কিছুদিন কাজ করেন। পরে ১৯৫১ খ্রিঃ থেকে খড়গপুর কলেজে অধ্যাপনা করে ১৯৫৩ খ্রিঃ হাওড়া গার্লস কলেজে যােগদান করেন। সেই বছরই কাব্যরচনার জন্য রবীন্দ্রপুরস্কার লাভ করেন।

জীবনানন্দ দাশের মৃত্যু: Jibanananda Das’s Death

পরের বছরেই ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর ১৯৫৪ মারা যান।

আরও পড়ুন: চার্লস ডারউইন জীবনী

আরও পড়ুন: এভারিস্ট গ্যালোইস জীবনী

আরও পড়ুন: হেনরি ভিক্টর রেনোঁ জীবনী

আরও পড়ুন: হারমান ভন হেলমহোল্টজ জীবনী

আরও পড়ুন: জুলিয়াস রবার্ট ওপেনহেইমার জীবনী

জীবনানন্দ দাশের রচনা: Written by Jibanananda Das

জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। পরে একে একে প্রকাশিত হয় ধূসর পান্ডুলিপি, সাতটি তারার তিমির, রূপসী বাংলা প্রভৃতি। তার রচিত বনলতা সেন আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। জীবনানন্দের কাব্যের ইতিহাস চেতনা, নিঃসঙ্গ বিষন্নতা এবং অবশ্যই বিপন্ন মানবতার ব্যথা তার স্বকীয় বিশিষ্টতা নিয়ে স্থান লাভ করেছিল। জীবনানন্দের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা, জীবনানন্দ দাশের গল্প উপন্যাস মাল্যবান ও সতীর্থ তার সাহিত্য ধারার উল্লেখযােগ্য সংযােজন।

Leave a Reply