ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আর বাদাম বিক্রিতে ফিরবেন না বাদামকাকু

আর বাদাম বিক্রিতে ফিরবেন না বাদামকাকু
আর বাদাম বিক্রিতে ফিরবেন না বাদামকাকু

মনে পড়ে একসময় ভাইরাল হওয়া বাদামকাকুকে। কিছুদিন ধরেই নেটদুনিয়ায় শোনা যাচ্ছে বাদামকাকুকে নাকি আবার বাদাম বিক্রি করতে দেখা যাবে।শোনা যাচ্ছিল এমনটাই। কিন্তু, এই যাবতীয় দাবি খারিজ করে দিলেন ভুবন বাদ্যকার স্বয়ং।তিনি বলেন, “আমি আর বাদাম বিক্রি করব না। গানের সঙ্গেই যুক্ত থাকতে চাই। বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি। ফলে আমার বাদাম বিক্রি করার কোনও প্রশ্নই ওঠে না।” বীরভূমে পেল্লাই বাড়ি তৈরি করছিলেন ভুবন বাদ্যকর।

যদিও সেই বাড়ি ছেড়ে তাঁরা ভাড়ার বাড়িতে উঠেছিলেন। যদিও আপাতত নিজের বাড়িতে ফিরে গিয়েছেন ভুবন। ‘বাদামকাকু’ নিজের কেনা সাধের গাড়িও বিক্রি করে দিয়েছিলেন, সামনে এসেছিল এমনই তথ্য। যদিও গাড়ি বিক্রির নেপথ্য কারণ খোলসা করেছেন ভুবন।

Leave a Reply