ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রকাশ্যেই কথা কাটাকাটি করে দেবকে হুমকি পর্যন্ত দিয়ে ফেললেন রুক্মিণী যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

প্রকাশ্যেই কথা কাটাকাটি করে দেবকে হুমকি পর্যন্ত দিয়ে ফেললেন রুক্মিণী যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
প্রকাশ্যেই কথা কাটাকাটি করে দেবকে হুমকি পর্যন্ত দিয়ে ফেললেন রুক্মিণী যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Rate this post

Bengaliportal: একটি ছবি টুইটারে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন রুক্মিণী মৈত্র। তাই নিয়ে ধুন্ধুমার কাণ্ড। দেবের টিপ্পনিতে বেজায় ক্ষিপ্ত অভিনেত্রী। টুইটারে কাছের মানুষকে ব্লক করার হুমকি পর্যন্ত দিয়ে ফেললেন।

সোমবার দিনে-দুপুরে ঘটেছে এই ঘটনা। নিজের একটি ছবি টুইটারে শেয়ার করেছিলেন রুক্মিণী। সাদা-কালোর আবহে ফ্রেমে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, “ছায়ার নেপথ্যে সুন্দর কিছু একটা নিশ্চয়ই আছে, এটাই বিশ্বাস করে সে…।” এতেই টিপ্পনি করে বসেন দেব। লেখেন, কী বাজে ছবিটা… আরও ভাল ছবি ছিল তো? দেবের এই প্রতিক্রিয়ার উত্তরে আবার রুক্মিণী জানতে চান, ‘যেমন?’। উদাহরণ বোধহয় হাতের কাছেই রেখে দিয়েছিলেন টলিপাড়ার তারকা। নিজের ও রুক্মিণীর একটি ছবি শেয়ার করেন তিনি। সেই ছবিতে আবার ফোকাসে ছিলেন দেব। আর তাঁর নেপথ্যে ছিলেন রুক্মিণী। ক্যাপশনে মজা করে দেব জানতে চান, “এটা কেমন?” তাতেই ক্ষিপ্ত হয়ে অভিনেত্রী আবার লেখেন ‘ব্লক।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মজা করেই সোশ্যাল মিডিয়ায় একথা লিখেছেন রুক্মিণী। বেশ কিছুক্ষণ ধরে চলেছে দুই তারকার এই খুনসুটি। দুষ্টুমির অভ্যাস দেবের বরাবরের। সেকথা ভালভাবেই জানেন রুক্মিণী। নিজেও কপট রাগ দেখিয়ে যেন তাতে যোগ দিলেন নায়িকা। আর দু’জনের এই দুষ্টু-মিষ্টি আলাপচারিতা বেশ উপভোগ করেছেন অনুরাগীরা।

Leave a Reply