[ad_1]
নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন নতুন নতুন ভিডিও দেখার অভাব হয় না। এই সকল নতুন নতুন ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ার দর্শকদের বিনোদনের অন্যতম রসদ হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি আবার এই সকল ভিডিও থেকে নতুন নতুন বেশ কিছু বিষয় শিখে নেওয়া যায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে সবথেকে মজাদার এবং নজর কাড়া ভিডিওগুলি হল খুদেদের ভিডিও অথবা পশুপাখিদের খুনসুটির ভিডিও। এই সকল ভিডিওগুলি যেমন আলাদাভাবে নজর কাড়ে ঠিক তেমনি বেশকিছু অভিনব কায়দাও আলাদাভাবে নজর কেটে থাকে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।
সম্প্রতি সেইরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, বর্ষার জলে যখন রাস্তায় থৈ থৈ অবস্থা সেই সময় কিভাবে নিজের জামা প্যান্ট এমন কি শরীর একেবারে সুরক্ষিত রেখে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায়। তার এই অভিনব কায়দা আপাতত সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি দুটি প্লাস্টিকের চেয়ারে দুটি লম্বা দড়ি দিয়ে বেঁধে নিয়েছেন। তারপর তিনি চেয়ার দুটিকে পা হিসেবে ব্যবহার করেন এবং দড়ির সাহায্যে প্রতিবার একটা একটা করে টেনে নিয়ে যাচ্ছেন। এইভাবে যাওয়ার ফলে ওই ব্যক্তির শরীরের কোন অংশে জলের ফোঁটা স্পর্শ পর্যন্ত করতে পারছে না।
👍🏽 As the saying goes: Necessity is the mother of invention… pic.twitter.com/VjyD2LzgAR
— anand mahindra (@anandmahindra) July 8, 2022
বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে সকল ভিডিও ভাইরাল হয়ে থাকে তার মধ্যে এই ভিডিওটি আলাদাভাবে নজর কেড়েছে ওই ব্যক্তির এমন অভিনব কায়দায়। পাশাপাশি এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার দর্শকদের একাংশের মন্তব্য, ভারতীয়দের বুদ্ধির কাছে হার মানবে যে কেউ।
[ad_2]