Bengaliportal: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যায়ন কীভাবে হবে, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ফল ঘোষণার আনুমানিক সময় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
করোনা পরিস্থিতিতে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কি না, প্রথম থেকেই তা নিয়ে মতভেদ তৈরি হয়েছিল। ঝুঁকি এড়িয়ে পরীক্ষা নেওয়া আদৌ কতটা সম্ভব বা নিলে কীভাবে তা হতে পারে, এসব দিক খতিয়ে দেখতে গঠন করা হয়েছিল বিশেষজ্ঞদের কমিটি। দফায় দফায় বৈঠকের পর রিপোর্ট তৈরি হয়। সেখানে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়। পরীক্ষা বাতিলের সুপারিশ যায় নবান্নে।
এরপর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হবে কি না সেবিষয়ে রাজ্যবাসীর মত জানতে চায় সরকার। স্কুলশিক্ষা দপ্তর ৩টি ই-মেল আইডি দিয়ে আমজনতার মত চায়। মাধ্যমিকে ৭৯ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা না নেওয়ার পরামর্শ দেয়। সবদিক বিবেচনা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তবে কীভাবে মূল্যায়ন হবে তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার পরীক্ষার ফল ঘোষণার সময় জানানোর পাশপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন যে আগামিকালই মূল্যায়নের পদ্ধতি জানা যাবে।স্পষ্ট হবে গোটা বিষয়।