ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রশিক্ষক হওয়ার দৌড়ে এগিয়ে স্প্যানিশ্ জাভি পিনিলোস।

ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রশিক্ষক হওয়ার দৌড়ে এগিয়ে স্প্যানিশ্ জাভি পিনিলোস।
ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রশিক্ষক হওয়ার দৌড়ে এগিয়ে স্প্যানিশ্ জাভি পিনিলোস।
Rate this post

গত মরসুমে দল গঠন থেকে প্লেয়ারদের পারফরমেন্স কোন দিক থেকেই ভক্তদের আশা পূরণ করতে পারেনি। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এমতাবস্থায় গত মরসুমের হতাশাজনক পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে আসন্ন মরশুমের জন্য যথেষ্ট সচেতন ইস্টবেঙ্গল । সেইমতো অনেক আগে থেকেই দল গঠন থেকে শুরু করে নয়া কোচ নির্বাচনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত গত এপ্রিলের শেষের দিকে ঘোষণা করা হয় দলের নতুন কোচের নাম।

স্টিফেন জামানার অবসান ঘটিয়ে আসন্ন দুই মরশুমের জন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। একটা সময় যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। শেষ মরশুমে তিনি ডেনমার্কের একটি ক্লাবের সহকারী কোচের দায়িত্বে থাকলেও আগত দুই মরশুমের জন্য ইস্টবেঙ্গলে আসতে রাজি হয়ে যান তিনি। তার হাত ধরেই আবার আবার তাদের পুরনো মর্যাদা ফিরাতে মরিয়া ইস্টবেঙ্গল ব্রিগেড। সেইমতো চলছে প্রস্তুতি।

এই মরসুমে দলের জন্য নতুন গোলরক্ষক কোচ নির্বাচন করতে চলেছে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন স্প্যানিশ কোচ জাভি পিনিলোস। কার্লোস কুয়াদ্রাত বেঙ্গালুরু দলের দায়িত্বে থাকার সময় সেই দলের কোচ ছিলেন এই পিনিলোস। এবার নাকি তাকেই কলকাতায় আনার কথা ভাবছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

আগামী মরশুমের জন্য কিছু ফুটবলারের নাম ঘোষণা করেছেন তারা যেমন -হায়দরাবাদ এফসির অন্যতম দুই তারকা ফুটবলার জাভিয়ের সিভেরিও ও বোরহা হেরেরা। অন্যদিকে ওড়িশা এফসি থেকে দলে যুক্ত হয়েছেন সউল ক্রেসপো। এছাড়াও ভারতীয় তারকাদের মধ্যে নন্দকুমার ও নিশু কুমারের মতো তারকাদের একজন দলে সাইন করিয়েছে লাল-হলুদ।

Leave a Reply