ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

একনজরে দেখে নিন লেবুচায়ের উপকারিতা

একনজরে দেখে নিন লেবুচায়ের উপকারিতা
একনজরে দেখে নিন লেবুচায়ের উপকারিতা
Rate this post

বয়স্ক থেকে অল্পবয়সী অনেকেরই প্রিয় লেবু চা। কিন্তু কখনও জানার চেষ্টা করেছেন যে এই লেবু চা ক্ষতিকারক নাকি ভালো। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো সেই প্রসঙ্গেই স্বল্প বিস্তর আলোচনা-

১। লেবু চা মানসিক চাপ কমাতে সাহায্য করে ।অল্পবয়সিদের চায়ের নেশা থাকলে বারবার দুধ দেওয়া চা খেতে অনেকেই নিষেধ করে থাকেন। শরীরকে চনমনে করে তুলতে লেবুর গুরুত্ব অপরিসীম। তাইতো লেবুর চায়ের বিকল্প হয় না

।২। লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড হজমে সহায়তা করে।এবং কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কাও কিছুটা কমায়।

৩। লেবুর উপাদান যেমন শরীরকে বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে তেমনই হার্টের সমস্যাও কমাতে এর পরোক্ষ প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

৪। জ্বরে অনেকেই টক খেতে বারণ করে। তবে শরীরকে ব্যাকটিরিয়ার প্রভাবমুক্ত করতে লেবু-চা খাওয়ার কথা বলে থাকে অনেকে।

৫। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বকের উন্নতিতে সাহায্য করে। এমনকি এর জন্য ব্রণর প্রকোপও কমে।তবে লেবু সকলকে সমানভাবে সাহায্য করে না। অনেকের টকে সমস্যা থাকলে লেবু এড়িয়ে যাওয়াই ভালো।

Leave a Reply