ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দুজনকে একই সব গুলানেন বিচারকরা, Zee-এর অবাক করা পারফর্মেন্স তানিমুনির

দুজনকে একই সব গুলানেন বিচারকরা, Zee-এর অবাক করা পারফর্মেন্স তানিমুনির
Rate this post

[ad_1]

দুজনকে একই সব গুলানেন বিচারকরা, Zee-এর অবাক করা পারফর্মেন্স তানিমুনির

নিজস্ব প্রতিবেদন : দুজনেই হুবহু একই দেখতে, গানের গলা থেকে নাচ সব একই রকম। যমজ এই দুই বোন গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। চিনতে আশা করি ভুল হচ্ছে না, যাদের কথা বলা হচ্ছে তারা হল তানি মুনি।

মধ্যমগ্রামের দোলতলার সৃজন মিডল্যান্ডের তানি ও মুনি যাদের আসল নাম হলো শ্রেয়া দত্ত এবং সৃষ্টি দত্ত। এই দুজনের বয়স যখন মাত্র ৬ বছর বয়স, সেই সময় থেকেই তারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে শুরু করে। দেখতে দেখতে তারা এখন আট বছরে পা দিয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারাও এখন নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে।

তানি ও মুনি পরপর নিজেদের কয়েকটি মিউজিক ভিডিও লঞ্চ করার পর এবার তারা দুজনে জি বাংলার সারেগামাপা মঞ্চে প্রবেশ করেছে। শুধু প্রবেশ করা নয়, পাশাপাশি নিজেদের অনবদ্য পারফর্মেন্সে চমকে দিয়েছেন এই রিয়ালিটি শোয়ের অনুষ্ঠানে উপস্থিত বিচারকদের। গানের ক্ষেত্রে যেমন তারা চমকে দিয়েছেন ঠিক তেমনি আবার অবাক করেছেন আরেক জায়গায়। আর সেই অবাক করার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তানি ও মুনি যেহেতু একই রকম দেখতে তাই বিচারকরা মাঝেমধ্যেই গুলিয়ে ফেলছেন কে তানি আর কে মুনি! এই নিয়ে বিচারকদের সামনে দুজনকে পেশ করা হলে হামেশাই তারা গুলিয়ে তানিকে মুনি আর মুনিকে তানি বলে ফেলছেন। স্বাভাবিকভাবেই বিচারকদের এমন গুলিয়ে যাওয়া অবস্থা দেখে দর্শকরা না হেসে থাকতে পারছেন না।

জি বাংলার সারেগামাপার এই মঞ্চে তানি মুনি একের পর এক গান গেয়ে দর্শকদের মন জয় করেছে। তাদের সেই সকল গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। এছাড়াও তাদের দুজনকে নিয়ে আগামী ৩১ জুলাই আর ডি বর্মনের স্মরণে জি বাংলা সারেগামাপার যে অনুষ্ঠান রয়েছে তাতে পারফরম্যান্স করতে দেখা যাবে। ঠিক রাত্রি সাড়ে নটায় দেখা যাবে এই অনুষ্ঠান।

[ad_2]

Leave a Reply