বেঙ্গলি পোর্টাল: বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, অবিলম্বে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে৷ তিনি জানিয়েছেন ডিসেম্বর থেকেই নিয়োগ-প্রক্রিয়া শুরু হবে। ফেব্রুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অফলাইনে পরবর্তী টেট-প্রক্রিয়া শুরু করার ছাড়পত্রও এ দিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়েছে নবান্ন।
তিনি আরও জানান, ১৬,৫০০ শূন্য পদ পূরণের জন্য টেট হয়েছিল। উত্তীর্ণ হন ২০ হাজার প্রার্থী। ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের নিয়োগ করার কথা। ডিসেম্বরে সেই প্রক্রিয়াই শুরু হচ্ছে। তিনি বলেন, “২০ হাজার সফল প্রার্থীর মধ্যে যাঁরা বাকি থাকবেন, দফায় দফায় নিয়োগ হবে তাঁদেরও।”
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বাকি টেট উত্তীর্ণ প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে৷ এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, অতিমারী পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না৷ তা সত্বেও বহু প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করছেন৷ যে ২ লক্ষ ৫০ হাজার প্রার্থী তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাঁদের দিকটিও বিবেচনা করা হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে।
আরও পড়ুন: একুশের ভোটের আগেই পুলিশে নতুন ৩ ব্যাটেলিয়নের ঘোষণা মমতার
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বেশ কিছু প্রশ্ন তুলেছেন টেট উত্তীর্ণ প্রার্থীরা৷ ২০১৭ সালে টেট পরীক্ষার আবেদন নেওয়া হলেও শূন্যপদ, পরীক্ষার দিন এখনও জানানো হয়নি৷ এই পরিস্থিতি ভোটের কথা মাথায় রেখেই কি এই নিয়োগ? এমনই বেশ কিছু প্রশ্ন ডানা বেঁধেছে টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে।