ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

নতুন পাম্পিং স্টেশন পরীক্ষামূলকভাবে চালু করলো কলকাতা পৌরসভা

নতুন পাম্পিং স্টেশন পরীক্ষামূলকভাবে চালু করলো কলকাতা পৌরসভা
নতুন পাম্পিং স্টেশন পরীক্ষামূলকভাবে চালু করলো কলকাতা পৌরসভা
Rate this post

বর্ষার প্রস্তুতিতে নেমে পড়েছে কলকাতা পৌরসভা। বর্ষা হলেই ডঃ সুধীর বোস রোড, ডেন্ট মিশন রোড, একবালপুর লেন, ভুকৈলাস রোড ও সংলগ্ন ডায়মন্ড হারবার রোডে জল জমে যায় ও সমস্যায় পড়তে হয়ে সাধারণ মানুষকে । তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও কলকাতার মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিমের উদ্যোগে একবালপুর লেনে প্রায় ৮২ কোটি টাকা ব্যয়ে নবাব আলী পার্কে গত বছর নভেম্বরে শুরু হয়েছিলো একটি পাম্পিং স্টেশন তৈরীর কাজ।

এবছর বর্ষার আগেই চালু করার কথা ছিল এই পাম্পিং স্টেশন। ঈদের আগেই ২৮শে জুন, বুধবার থেকে এই পাম্পিং স্টেশন পরীক্ষামূলক ভাবে চালু হবে। ফলে এই বর্ষায় খিদিরপুর – একবালপুর অঞ্চল জল জমার থেকে মুক্ত হবে এমনটাই আশা করা যাচ্ছে। মেয়র পারিষদ শ্রী তারক সিং মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে এই পাম্পিং স্টেশনের কাজ যাতে দ্রুত শেষ করা যায় তার চেষ্টা করেছেন।

Leave a Reply