ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দেশীয় বাজারে কমছে ডালের যোগান

দেশীয় বাজারে কমছে ডালের যোগান
দেশীয় বাজারে কমছে ডালের যোগান
Rate this post

বর্তমান সময়ে একের পর এক সব জিনিসের দাম বাড়ছে। জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, সর্ব ক্ষেত্রেই হয়েছে মূল্যবৃদ্ধি। সম্প্রতি দেশীয় বাজারে ডালের যোগান কমেছে। কিন্তু চাহিদা সেই তুলনায় অনেক বেশি। এই অবস্থায় পর্যাপ্ত যোগান না থাকলে ডালের দাম বাড়বে।

সেই কারণে দেশীয় বাজারে আমদানি স্টক না আসা পর্যন্ত বাফার স্টক থেকে তুর ডালের যোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply