ফের দূর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল ট্রাক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের তিকামগড় জেলায়। ঘটনার জেরে মৃত ৫ , যার মধ্যে ১ জন শিশু বলে জানা গেছে। এইদিন গোয়ালিয়র থেকে তাকিমগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পৌছয় উদ্ধারকারী দল, নিহত ৫ জনের দেহ উদ্ধার করা হয়, বাকি আহতদের হাসাপাতালে পাঠানো হয়েছে চিকিত্সার জন্য।