দুষ্কৃতীরাজে আতঙ্কের পরিবেশ বাংলায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে জেলায় জেলায়। এর মাঝেই আগ্নেয়াঅস্ত্র সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী । উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ । রবিবার রাতে সিঁদুলি ডোমপাড়া থেকে ধরা পড়ে দুষ্কৃতীরা । রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খান্দরা পঞ্চায়েতের সিঁদুলি ডোম পাড়ায় হানা দেয় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ । সেখান থেকে গ্রেপ্তার করা হয় সিঁদুলি ডোমপাড়ার বাসিন্দা শামীম আনসারী, বেনাচিতি চাষা পাড়ার ইউসুফ শেখ ও আসানসোল নর্থ থানার বাসিন্দা জিতেন্দ্র প্রসাদ নামে তিন দুষ্কৃতীকে ।
ধৃত তিনজনের মধ্যে জিতেন্দ্র প্রসাদ পুলিশের খাতায় দাগী দুষ্কৃতী হিসাবে পরিচিত । একটি বোম মারার ঘটনায়, পাঁচ বছর সাজা হয়েছিল, জেল খেটেছে তিন বছর বলে পুলিশ সূত্রে জানা গেছে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ । অস্ত্র কেনাবেচার কারণেই দুষ্কৃতীরা জড়a হয়েছিল বলে ধারণা পুলিশের । ধৃতদের আজ সোমবার দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।