Bengaliportal: একুশের ভোটের আগে তৃণমূলে তারকা সমাবেশ। বুধবারই দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে, দিদির হাত শক্ত করতে ঘাসফুলে নাম লেখাতে চলেছেন রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের বিশ্বস্ত সূত্রে খবর, ইতিমধ্যেই দলে যোগ নিয়ে রচনার সঙ্গে কথাবার্তা হয়েছে শাসকদলের। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে ঠিক কবে তিনি যোগ দেবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
ভোটের আগে দলবদলের পালা যেমন চলছে, তেমনই পাল্লা দিয়ে বড় ও ছোটপর্দার তারকারা নাম লেখাচ্ছেন সক্রিয় রাজনীতিতে। সেই ধারা বজায় রেখেই এদিন তৃণমূলে যোগ দেন সায়ন্তিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান তিনি।
আসন্ন ভোটের আগে ঘাসফুল শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন দীপঙ্কর দে, রাজ চক্রবর্তী, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস, সায়নী ঘোষের মতো হেভিওয়েট তারকারা। রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো টেলিভিশন তারকারাও শাসকদলে নাম লিখিয়েছেন।