ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিমানের ভিতর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই যাত্রী

বিমানের ভিতর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই যাত্রী
বিমানের ভিতর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই যাত্রী
Rate this post

বিমানের ভিতর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই যাত্রী। অভিযোগ, তাঁদের একজনের মেয়ের গায়ে খারাপভাবে হাত দিয়েছেন অন্যজন।

জানা গেছে, মুম্বই থেকে দেরাদুনগামী ভিস্তারা বিমানে এই ঘটনা ঘটেছে। বিমানেরই এক যাত্রী ভিডিওটি রেকর্ড করেছেন। তাতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি অত্যন্ত উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েছেন। একজনকে অন্যজনের দিকে আঙুল তুলে চিত্‍কার করে বলতে শোনা যাচ্ছে, ‘আপনার সাহস কী করে হয় ওকে ছোঁয়ার?’ কয়েকজন বিমানকর্মীকে তাঁদের থামানোর চেষ্টা করতেও দেখা যায়।প্রকৃত ঘটনা কী, তা সঠিকভাবে জানা যায়নি। আসলে মেয়েটি খাবার খাওয়ার সময় পা দিয়ে সামনের আসনে বসে থাকা ভদ্রলোকের সিটে ধাক্কা মারছিল। ওই ভদ্রলোক তখন ঘুমোচ্ছিলেন, ধাক্কার জন্য তাঁর ঘুম ভেঙে যায়। তখন তিনি মেয়েটিকে বারণ করেন এমন করতে। তাতেই রেগে গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে স্পর্শ করার অভিযোগ এনে চিত্‍কার করতে শুরু করেন মেয়েটির বাবা, দাবি তাঁদের।

Leave a Reply