ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

UPSC তে রিহ্যাবিলিটেশন অফিসার, অ্যানথ্রোপোলজিস্ট ও বিভিন্ন পদে কর্মী নিয়োগ – UPSC To Recruit Rehabilitation Officer And Other Posts

UPSC To Recruit Rehabilitation Officer And Other Posts
UPSC To Recruit Rehabilitation Officer And Other Posts

[ad_1]

UPSC তে রিহ্যাবিলিটেশন অফিসার, অ্যানথ্রোপোলজিস্ট ও অন্য়ান্য় বিভিন্ন পদে কর্মী নিয়োগ – UPSC To Recruit Rehabilitation Officer And Other Posts

UPSC To Recruit Rehabilitation Officer And Other Posts: যেসব বেকার যুবক-যুবতীরা একটি সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অথাব ইউপিএসসির তরফে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিহ্যাবিলিটেশন অফিসার, অ্যানথ্রোপোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে, প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এমনটাই জানা গিয়েছে। upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।

শূন্যপদের বিন্যাস

  • অ্যানথ্রোপোলজিস্ট- ১টি
  • অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার- ৪টি
  • সায়েন্টিস্ট বি- ৭টি
  • রিহ্যাবিলিটেশন অফিসার- ৪টি
  • ডেপুটি ডিরেক্টর জেনারেল/ রিজিওনাল ডিরেক্টর- ৩টি

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন ফি

এই পদগুলিতে আবেদনের জন্য ২৫ টাকা আবেদন ফি নেওয়া হবে। সংরক্ষিত প্রার্থীদের বেলায় কোনও আবেদন ফি লাগবে না।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমেই ইউপিএসসির ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • সেখানে গিয়ে হোমপেজে recruitment-এ ক্লিক করতে হবে।
  • এবার recruitment পিডিএফে ক্লিক করতে হবে।
  • যাবতীয় তথ্য পড়ে নেওয়া বাধ্যতামূলক
  • এবার Submit-এ ক্লিক করতে হবে।
  • অ্যাপলিকেশন ফর্ম ডাউনলোড করে সাবমিট-এ ক্লিক করতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

[ad_2]

Leave a Reply