ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 | WB Municipality Group-C Clerk Recruitment 2024

WB Municipality Group-C Clerk Recruitment 2024
WB Municipality Group-C Clerk Recruitment 2024
Rate this post

রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 | WB Municipality Group-C Clerk Recruitment 2024: পশ্চিমবঙ্গে পৌরসভা তথা মিউনিসিপ্যালিটির তরফে জারি হয়েছে গ্রুপ সি কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 | WB Municipality Group-C Clerk Recruitment 2024

পদের নামশিক্ষাগত যোগ্যতাপ্রার্থীর বয়সসীমানিয়োগ প্রক্রিয়াআবেদন পদ্ধতিআবেদনের সময়সীমা
ক্লার্কক্লাস নাইন পাস থেকে শুরু, মাধ্যমিক এবং উচ্চ যেকোনো যোগ্যতার জন্য18-40 বছরলিখিত পরীক্ষা, ইন্টারভিউঅনলাইন08/01/2024 – 07/02/2024
একাউন্টেন্টকমার্স শাখায় স্নাতক পাস18-40 বছরলিখিত পরীক্ষা, ইন্টারভিউঅনলাইন08/01/2024 – 07/02/2024
ক্যাশিয়ারমাধ্যমিক পাস18-40 বছরলিখিত পরীক্ষা, ইন্টারভিউঅনলাইন08/01/2024 – 07/02/2024
ওয়ার্ক সরকারমাধ্যমিক পাস18-40 বছরলিখিত পরীক্ষা, ইন্টারভিউঅনলাইন08/01/2024 – 07/02/2024
স্যানিটারি ইন্সপেক্টরউচ্চমাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা বা সার্টিফিকেট18-40 বছরলিখিত পরীক্ষা, ইন্টারভিউঅনলাইন08/01/2024 – 07/02/2024
স্যানিটারি অ্যাসিস্ট্যান্টমাধ্যমিক পাস18-40 বছরলিখিত পরীক্ষা, ইন্টারভিউঅনলাইন08/01/2024 – 07/02/2024
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারউচ্চমাধ্যমিক পাস18-40 বছরলিখিত পরীক্ষা, ইন্টারভিউঅনলাইন08/01/2024 – 07/02/2024

রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 | WB Municipality Group-C Clerk Recruitment 2024

রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর তত্ত্বাবধানে রাজ্যে পৌরসভা তথা মিউনিসিপ্যালিটিতে নেওয়া হবে কর্মী।

WB Municipality Group-C Clerk Recruitment 2024 পদের নাম

মূলত বিভিন্ন গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম হলো –

1. ক্লার্ক

2. একাউন্টেন্ট

3. ক্যাশিয়ার

4. ওয়ার্ক সরকার

5. স্যানিটারি ইন্সপেক্টর

6. স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট

7. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। সেক্ষেত্রে ক্লাস নাইন পাশ থেকে শুরু মাধ্যমিক এবং উচ্চ যেকোনো যোগ্যতার জন্য বিভিন্ন পদ রয়েছে।

ওয়ার্ক সরকার পদ

এই পদের জন্য ক্লাস নাইন তথা নবম শ্রেণি পাশ করে থাকতে হবে।

ক্লার্ক/স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট/ক্যাশিয়ার

এই তিনটি পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।

স্যানিটারি ইন্সপেক্টর

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট।

একাউন্টেন্ট পদ

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কমার্স শাখায় স্নাতক পাশ।

WB Municipality Group-C Clerk Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা

ন্যূনতম 18 বছর বয়স হলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা হলো 40 বছর।

রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 নিয়োগ প্রক্রিয়া

মোট দুটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা,

1. লিখিত পরীক্ষা

2. পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউ

WB Municipality Group-C Clerk Recruitment 2024 আবেদন পদ্ধতি

অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন। এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি দিন। সবার শেষে যাবতীয় ডকুমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।

রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 আবেদনের সময়সীমা

আগামী 08/01/2024 থেকে 07/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply