রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 | WB Municipality Group-C Clerk Recruitment 2024: পশ্চিমবঙ্গে পৌরসভা তথা মিউনিসিপ্যালিটির তরফে জারি হয়েছে গ্রুপ সি কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 | WB Municipality Group-C Clerk Recruitment 2024
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | প্রার্থীর বয়সসীমা | নিয়োগ প্রক্রিয়া | আবেদন পদ্ধতি | আবেদনের সময়সীমা |
---|---|---|---|---|---|
ক্লার্ক | ক্লাস নাইন পাস থেকে শুরু, মাধ্যমিক এবং উচ্চ যেকোনো যোগ্যতার জন্য | 18-40 বছর | লিখিত পরীক্ষা, ইন্টারভিউ | অনলাইন | 08/01/2024 – 07/02/2024 |
একাউন্টেন্ট | কমার্স শাখায় স্নাতক পাস | 18-40 বছর | লিখিত পরীক্ষা, ইন্টারভিউ | অনলাইন | 08/01/2024 – 07/02/2024 |
ক্যাশিয়ার | মাধ্যমিক পাস | 18-40 বছর | লিখিত পরীক্ষা, ইন্টারভিউ | অনলাইন | 08/01/2024 – 07/02/2024 |
ওয়ার্ক সরকার | মাধ্যমিক পাস | 18-40 বছর | লিখিত পরীক্ষা, ইন্টারভিউ | অনলাইন | 08/01/2024 – 07/02/2024 |
স্যানিটারি ইন্সপেক্টর | উচ্চমাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা বা সার্টিফিকেট | 18-40 বছর | লিখিত পরীক্ষা, ইন্টারভিউ | অনলাইন | 08/01/2024 – 07/02/2024 |
স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট | মাধ্যমিক পাস | 18-40 বছর | লিখিত পরীক্ষা, ইন্টারভিউ | অনলাইন | 08/01/2024 – 07/02/2024 |
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | উচ্চমাধ্যমিক পাস | 18-40 বছর | লিখিত পরীক্ষা, ইন্টারভিউ | অনলাইন | 08/01/2024 – 07/02/2024 |
রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 | WB Municipality Group-C Clerk Recruitment 2024
রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর তত্ত্বাবধানে রাজ্যে পৌরসভা তথা মিউনিসিপ্যালিটিতে নেওয়া হবে কর্মী।
WB Municipality Group-C Clerk Recruitment 2024 পদের নাম
মূলত বিভিন্ন গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম হলো –
1. ক্লার্ক
2. একাউন্টেন্ট
3. ক্যাশিয়ার
4. ওয়ার্ক সরকার
5. স্যানিটারি ইন্সপেক্টর
6. স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট
7. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। সেক্ষেত্রে ক্লাস নাইন পাশ থেকে শুরু মাধ্যমিক এবং উচ্চ যেকোনো যোগ্যতার জন্য বিভিন্ন পদ রয়েছে।
ওয়ার্ক সরকার পদ
এই পদের জন্য ক্লাস নাইন তথা নবম শ্রেণি পাশ করে থাকতে হবে।
ক্লার্ক/স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট/ক্যাশিয়ার
এই তিনটি পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।
স্যানিটারি ইন্সপেক্টর
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট।
একাউন্টেন্ট পদ
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কমার্স শাখায় স্নাতক পাশ।
- আরও পড়ুন: স্বাস্থ্য দপ্তরে অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ 2024
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ডাক বিভাগে গ্রুপ সি কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ 2024
WB Municipality Group-C Clerk Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা
ন্যূনতম 18 বছর বয়স হলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা হলো 40 বছর।
রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 নিয়োগ প্রক্রিয়া
মোট দুটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা,
1. লিখিত পরীক্ষা
2. পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউ
WB Municipality Group-C Clerk Recruitment 2024 আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন। এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি দিন। সবার শেষে যাবতীয় ডকুমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024 আবেদনের সময়সীমা
আগামী 08/01/2024 থেকে 07/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |