[ad_1]
রাজ্যে অতিথি শিক্ষক নিয়োগ আজই আবেদন করুন – WB School Guest Teacher Recruitment 2022
WB School Guest Teacher Recruitment 2022: যে সব শিক্ষিত বেকার যুবক-যুবতীরা শিক্ষকতার পেশায় আসতে চান, তাদের জন্য শিক্ষকতার সুযোগ। ১ বছরের চুক্তির ভিত্তিতে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। বাংলা বিষয়ের জন্য শিক্ষক (রাজ্যে অতিথি শিক্ষক নিয়োগ) নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ। আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
WB School Guest Teacher Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা:
যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশের সঙ্গে সঙ্গে বি.এড পাশ করা বাধ্যতামূলক। এছাড়া শিক্ষক হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।
রাজ্যে অতিথি শিক্ষক নিয়োগ 2022 বয়স:
আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে
WB School Guest Teacher Recruitment 2022 বেতন:
প্রতিমাসে ১২ হাজার টাকা
WB School Guest Teacher Recruitment 2022 আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করার পর যাবতীয় প্রয়োজনীয় নথি যুক্ত করে স্পিড পোস্ট করে পাঠিয়ে দিতে হবে।
WB School Guest Teacher Recruitment 2022 আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
To, The P.O Cum DWO, BCW & TD, Administrative Building, 2nd Floor, Room No- 301, Suri, Birbhum- 731101
WB School Guest Teacher Recruitment 2022 প্রয়োজনীয় নথি:
১) বায়োডাটা ও ২ কপি পাসপোর্ট সাইজ ফটো
২) আধার অথবা ভোটার কার্ড
৩) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
৪) কাস্ট সার্টিফিকেট
৫) অভিজ্ঞতার সার্টিফিকেট
- বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
[ad_2]