ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি 2023 – WBPSC WBCS 2023 – Exam Date, Notification

WBPSC WBCS 2023 Exam Date Notification
WBPSC WBCS 2023 Exam Date Notification
Rate this post

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি 2023 – WBPSC WBCS 2023 – Exam Date, Notification: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর। প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি (WBCS Recruitment Notification Published)। রাজ্যের যেকোনো জেলা থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, বয়সসীমা কত, আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিষয়গুলো সংক্ষেপে জেনে নিন।

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি 2023 – WBPSC WBCS 2023 – Exam Date, Notification

পরীক্ষার নাম:

WBCS (West Bengal Civil Service Examination)

বয়সসীমা:

২১ থেকে ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। গ্রুপ B এর ক্ষেত্রে ২০ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করা থাকলেই আবেদন করতে পারবেন।

WBPSC WBCS 2023 Exam Date
WBPSC WBCS 2023 Exam Date

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে (Apply WBCS Exam Online)। যারা প্রথমবার আবেদন করছেন, তাদেরকে Registration করতে হবে।যারা আগেও আবেদন করেছেন, তারা এনরোলমেন্ট নম্বর দিয়ে লগইন করতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি:

তিনটি ধাপে হবে পরীক্ষা। প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ।

  • প্রিলিমিনারি: মোট ২০০ টি MCQ থাকবে। প্রতিটিতে থাকবে ১ নম্বর এবং নেগেটিভ মার্ক। 
  • মোট সময়  ২ ঘন্টা ৩০ মিনিট।
  • মেইনস: এখানে মোট ৬টি পেপার থাকবে। প্রতিটি পেপারের জন্য সময় ৩ ঘন্টা।
  • সবশেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট (WBCS Personality Test) এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু: ২৮.২.২০২৩

আবেদন শেষ: ২১.৩.২০২৩

এডিট উইন্ডো খোলার তারিখ: ৩১.৩.২০২৩

আবেদন মূল্য জমা দেবার শেষ তারিখ: ২২.৩.২০২৩

এছাড়া অন্যান্য বিস্তারিত তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in

অফিসিয়াল নোটিফিকেশন: Downoad Now

Leave a Reply