পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ – West Bengal Power Development Corporation Limited Recruitment 2023 – WBPDCL Jobs Vacancy 2023: পশ্চিমবঙ্গের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তিন বছরের চুক্তভিত্তিক পদে নিয়োগ করা হবে। এখানে মোট ৪৫টি শূন্যপদে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। WBPDCL Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, বেতন এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ – West Bengal Power Development Corporation Limited Recruitment 2023
নিয়োগ সংস্থা | West Bengal Power Development Corporation Limited (WBPDCL) |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ৪৫ টি |
বেতন (₹) | ৬০,৩০০ – ৮২,০০০/- |
চাকরির ধরন | চুক্তিভিত্তিক |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbpdcl.co.in |
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ ২০২৩ – WBPDCL Jobs Vacancy 2023
পদের নাম (Post Name)
এখনে পশ্চিমবঙ্গের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) এর পক্ষ থেকে ৩ বছরের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Mines Manager
- Safety Officer
- Assistant Mines Manager
- Blasting Officer
- Welfare Officer
- Surveyor
- Overman
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ৪৫ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Mines Manager | ০২ টি |
Safety Officer | ০৫ টি |
Assistant Mines Manager | ১৩ টি |
Blasting Officer | ০৪ টি |
Welfare Officer | ০১ টি |
Surveyor | ০৪ টি |
Overman | ১৬ টি |
মোট শূন্যপদ | ৪৫ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
WBPDCL Recruitment 2023-তে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আবেদন বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। নিচের Download PDF তে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোকরে পড়ে দেখুন।
বয়সসীমা (WBPDCL Recruitment 2023 Age Limit)
এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হলো ৫৫ বছর (১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুসারে)।
বেতন (Salary)
WBPDCL Recruitment 2023-তে প্রতিটি পদের বেতনের নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Mines Manager | ৮২,০০০/- |
Safety Officer | ৬৩,০০০/- |
Assistant Mines Manager | ৬৩,০০০/- |
Blasting Officer | ৬৩,০০০/- |
Welfare Officer | ৬৩,০০০/- |
Surveyor | ৪১,০০০/- |
Overman | ৪১,০০০/- |
আবেদন পদ্ধতি (WBPDCL Recruitment 2023 Apply Process)
WBPDCL Jobs Vacancy 2023-তে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী যোগ্য প্রার্থীদের নিচের দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। তারসঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি এবং অরিজিনাল কপি নিয়ে ১৩ ও ১৪ মার্চ ২০২৩ তারিখে নিচের দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- ফটো/আইডি প্রমাণপত্র।
- ঠিকানার প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
- ২ কপি পাসপোর্ট সাইজ ফটো।
আবেদন মূল্য (WBPDCL Recruitment 2023 Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনরকম আবেদন মূল্য প্রয়োজন নেই।
ইন্টারভিউ এর স্থান
Bidyut Unnayan Bhaban – Corporate Office – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106.
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
WBPDCL Jobs Vacancy 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০২.২০২৩ |
ইন্টারভিউ | ১৩.০৩.২০২৩ ১৪.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Important Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here