ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কবে দেশের নামটাও বদলে দেবে মোতেরার নাম বদল নিয়ে মোদিকে কটাক্ষ মমতার

কবে দেশের নামটাও বদলে দেবে মোতেরার নাম বদল নিয়ে মোদিকে কটাক্ষ মমতার
কবে দেশের নামটাও বদলে দেবে মোতেরার নাম বদল নিয়ে মোদিকে কটাক্ষ মমতার
Rate this post

Bengaliportal: বুধবারই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। একটা সময় আহমেদাবাদের এই স্টেডিয়ামটির নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু নবনির্মিত স্টেডিয়ামটি থেকে সর্দার প্যাটেলের নাম সরিয়ে দেওয়া হয়েছে মোদির নাম। যা নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “এবার দেশের নামটাই না বদলে দেয়।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার কার্যত নজিরবিহীন প্রতিবাদে শামিল হন মুখ্যমন্ত্রী। গাড়ির পরিবর্তে এদিন হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্ন পর্যন্ত যান মমতা। প্রথমে বাড়ি থেকে হেঁটে হাজরা মোড় আসেন তিনি। সেখান থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্ন যান। নবান্ন পৌঁছেই একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছেন মমতা। মোতেরা স্টেডিয়ামের নাম বদল ইস্যুতে মমতার কটাক্ষ, “সবটাই নিজের নামে করে নিচ্ছে। স্টেডিয়ামের নামও পালটে দিচ্ছে।” মমতার আক্রমণ, “মহাত্মা গান্ধী, নেতাজি, বাবাসাহেব আম্বেদকর সবার নাম বদলে দেবে। দেশের সব রাস্তাঘাটের নাম বদলে দেবে। কবে হয়তো দেশের নামটাও বদলে দেবে।”

মমতা একা নন, মোতেরা স্টেডিয়ামের এই নামবদল নিয়ে অন্য বিরোধীরাও সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল একটি টুইটে বোঝানোর চেষ্টা করেন, তিনি যে এই সরকারকে ‘হম দো, হমারে দো’ সরকার বলে তোপ দেগেছিলেন, সেটাকেই সত্যি প্রমাণ করল বিজেপি। বললেন, “সত্যিটা খুব সুন্দরভাবেই প্রকাশ পেল। নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আদানি এন্ড, রিলায়েন্স এন্ড এবং দায়িত্বে জয় শাহ। হোম দো হামারে দো।” রাহুলের পাশাপাশি আম আদমি পার্টি-সহ অন্য বিরোধীরাও সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ করেছে। নেটদুনিয়াতেও চলছে জোর চর্চা।

Leave a Reply