ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

স্মৃতি মন্ধনার ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে কাঁদিয়ে বিশাল জয় পেল ভারত

[ad_1]

গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেনি ভারত। এবার দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীতদের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জ। পাকিস্তানও গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বার্বাডোজের কাছে।

স্বাভাবিকভাবেই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে দু’দলের কাছেই মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচটি। যারা জিতবে শেষ চারের টিকিট অর্জনের লড়াইয়ে বাড়তি অক্সিজেন পাবে। হারলে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

শেফালিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ডায়না। ভারত প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে।দ্বিতীয় ওভারে আনাম আমিনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ১০ রান ওঠে। ২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান।

তৃতীয় ওভারে ডায়নার বলে ৩টি চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫। মন্ধনা ১৪ বলে ২৩ রান করেছেন।চতুর্থ ওভারে আনাম আমিনের বলে ১টি চার মারেন মন্ধনা।

শেফালি বর্মা ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওভারে মোট ১৬ রান ওঠে। ৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৪১ রান। মন্ধনা ১৭ বলে ২৮ রান করেছেন। শেফালি করেছেন ৭ বলে ১২ রান।

পাওয়ার প্লে-র ৫ ওভারেই ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ৫ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২ রান। ২৩ বলে ৩৯ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। শেফালি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১২ রান করেছেন।

৫.৫ ওভারে তুবার বলে উইকেটকিপার মুনিবার দস্তানায় ধরা পড়েন শেফালি বর্মা। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৬ রান করেন শেফালি। ভারত ৬১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাবভিনেনি মেঘনা।

[ad_2]

Leave a Reply