ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

OMG! বৃদ্ধাকে পিষে মারার পর শ্মশানেও আক্রমন হাতির, চিতা থেকে নামিয়ে ফের হামলা

OMG! বৃদ্ধাকে পিষে মারার পর শ্মশানেও আক্রমন হাতির, চিতা থেকে নামিয়ে ফের হামলা
Rate this post

[ad_1]

জঙ্গলঘেঁষা গ্রাম। গ্রামেরই একটি টিউবওয়েল থেকে জল নিচ্ছিলেন বৃদ্ধা। আচমকা তাকে আক্রমণ করে একটি বিশাল হাতি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৭০ বছর বয়সি ওই নারী। কিন্তু এখানেই শেষ নয়। হাতিটি মৃত্যুর পরেও নারীকে ছাড়েনি। সন্ধ্যায় যখন ওই বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, তখনও চিতার সামনে পৌঁছে যায় সেই হাতি!

চিতা থেকে তার দেহ নামিয়ে আবার সেই মৃতদেহের উপর আক্রমণ করে।
জানা গেছে, মৃতের নাম মায়া মুর্মু।

ভারতের উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার রায়পাল গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শনিবার সকালে গ্রামের একটি টিউবওয়েল থেকে রোজকার মতোই জল নিচ্ছিলেন তিনি। সেখানেই হাজির হয় দাঁতাল হাতিটি। তার পায়ের নীচে দলিত মথিত হয়ে যান ওই বৃদ্ধা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।

সন্ধেবেলা পরিবারের লোকজন ওই বৃদ্ধার দেহ সত্‍কারের ব্যবস্থা করেন। চিতায় তোলা হয় দেহ। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই একই হাতি ফের হাজির হয় শ্মশানে। চিতা থেকে শুঁড়ে করে সে নামিয়ে আনে বৃদ্ধার দেহ। ফের সেই দেহ পদদলিত করে।

হাতিটিকে তারপর কোনওরকমে সেখান থেকে তাড়ানো হয়। বৃদ্ধার দেহ উদ্ধার করে সত্‍কার করে পরিবারের লোকজন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

[ad_2]

Leave a Reply