ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ট্র্যাকে নামল অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস, এই রুটে হলো ট্রায়াল

ট্র্যাকে নামল অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস, এই রুটে হলো ট্রায়াল
Rate this post

[ad_1]

ট্র্যাকে নামল অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস, এই রুটে হলো ট্রায়াল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এখন দেশবাসীর কাছে গর্বের। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ার পাশাপাশি এর সুযোগ সুবিধাও চমকপ্রদ। বুলেট ট্রেন যেখানে ০ থেকে ১০০ কিমি গতিবেগ তুলতে সময় নেয় ৫৫.৪ সেকেন্ড, সেই জায়গায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন একই গতি তুলতে সময় নেই ৫৪ সেকেন্ড।

এর পাশাপাশি অত্যাধুনিক এই ট্রেনে যাত্রীদের আরামদায়ক এবং বিলাসবহুল সফরের জন্য বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। ট্রেনে জীবাণুমুক্ত বাতাস থাকে, তাই উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউভি ল্যাম্প থাকবে। কোচে রয়েছে লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি। এর পাশাপাশি যাত্রীদের বসার জন্য যে চেয়ার রয়েছে তা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দিল্লির লালকেল্লায় ৭৫তম স্বাধীনতা দিবসের বক্তব্য রাখার সময় দেশে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী ধীরে ধীরে এই ট্রেনগুলি ট্র্যাকে নামানোর কাজ চালাচ্ছে ভারতীয় রেল। এরই মধ্যে একটি রুটে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল হল। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সেই ট্রায়ালের ভিডিও ভারতীয় রেলের তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

ভারতীয় রেলের তরফ থেকে এই ভিডিও শেয়ার করার পাশাপাশি উল্লেখ করা হয়েছে, নতুন প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সফলতম ট্রায়াল হল। আইসিএফ চেন্নাই থেকে পাদি পর্যন্ত এই ট্রায়াল হয়। গত ১২ আগস্ট অর্থাৎ শুক্রবার এই ট্রায়াল করা হয়। নতুন প্রজন্মের এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল সফল হওয়ার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো রুটে এই ট্রেন চলতে শুরু করবে।

নতুন প্রজন্মের এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মাঝে থাকছে নন ড্রাইভিং ট্রেলার কোচ। এটি ট্রেনের গতিবেগ বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়াও থাকছে আরও উন্নত ইমার্জেন্সি ইলেক্ট্রিসিটি সংযোগ, কোচের বাইরে ৪ টি প্ল্যাটফর্ম সাইট ক্যামেরা, লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি, এরোসল ফায়ার সাপ্রেশন সিস্টেম, উন্নত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, বেশি সংখ্যক ইমার্জেন্সি জানলা ইত্যাদি।



[ad_2]

Leave a Reply