[ad_1]
অ্যান্ড্রয়েডের ইউটিউব মিউজিক অ্যাপে স্লিপ টাইম ফিচার যুক্তে কাজ করছে গুগল। গুগল প্লে মিউজিকে এরই মধ্যে ফিচারটি চলে এসেছে। নতুন ফিচারটি ব্যবহারকারী ঘুুমিয়ে গেলে ডিভাইসে গান বাজানো বন্ধ করে দেবে।
ঘুমিয়ে যাওয়ার পর গান বাজানো বন্ধের পাশাপাশি ফিচারটি ব্যবহারকারীদের গানের মাঝে বিরতি নির্ধারণে সহায়তা করবে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউটিউব মিউজিক অ্যাপের নিচের দিকে প্লেব্যাক কন্ট্রোলের ভেতরে নতুন ফিচারটি যুক্ত করা হবে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের মতে, ফিচারটি বহুল আকাঙ্ক্ষিত। বিশেষ করে গুগল প্লে মিউজিকে ফিচারটি চলে আসায় ইউটিউবের জন্যও ব্যবহারকারীরা এটি চালুর কথা জানিয়ে আসছিল।
[ad_2]