ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ফিচার ফোনেই স্মার্টফোনের সুবিধা, অবশ্যই জেনেনিন

ফিচার ফোনেই স্মার্টফোনের সুবিধা, অবশ্যই জেনেনিন

[ad_1]

স্মার্টফোনের সহজলভ্যতা ও আকর্ষণীয় ফিচারের কারণে কমেছে ফিচার ফোনের ব্যবহার। প্রতিযোগিতায় টিকে থাকতে এবার ফিচার ফোনে অ্যানড্রয়েড সুবিধা নিয়ে এসেছে শাওমির সাব-ব্র্যান্ড ডুওকিন। ফিচার ফোনটির মডেল ডুওকিন এফ২২০ প্রো।

অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে স্মার্টফোনের প্রায় সব কাজই করা যাবে।

ভিডিও কলিং, অনলাইন ব্রাউজিং থেকে শুরু করে মিউজিক স্ট্রিমিং করা যাবে এই ফোনে।

ফোনটিতে থাকছে ৩.৫ ইঞ্চির আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে। এর ডিসপ্লে রেজোলিউশন ৬৪০ বাই ৯৬০পিক্সেল। পারফর্মেন্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক হ্যালিও জি৮৫ প্রসেসর। রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। এ ধরনের কনফিগারেশন ভালো মানের স্মার্টফোনেও দেখা যায় না।

ফোনের পেছনে প্রাইমারি ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স২১৯ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ২১৫০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং। ইউএসবি সি পোর্টের মাধ্যমে এই ফোন চার্জ দেওয়া যাবে।

ডুওকিন এফ২২০ প্রো ফোনে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতোই থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা যাবে। আপাতত চীনে এই ফোন লঞ্চ হয়েছে। দাম ১৪৮ মার্কিন ডলার।

[ad_2]

Leave a Reply