ফের শহর কলকাতায় হদিশ মিললো ভুয়ো আর্ন্তজাতিক কল সেন্টারের ।কড়েয়া, টালা, পূর্ব যাদবপুর এবং একবালপুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৯ টি সিমবক্স।৬০৪ সিম কার্ড এবং বেশ কিছু রাউটার।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,যন্ত্রগুলি ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে আর্ন্তজাতিক কল নেওয়ার কাজ চলত ।এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।