কিছুদিন আগেই মানকুন্ডু স্টেশনে প্যান্টোগ্ৰাফ ছিড়ে বিঘ্নিত হয়েছিল রেল পরিষেবা।আজ ফের প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিকল বর্ধমান-হাওড়া মেন লাইনের লোকাল ট্রেন। আগুন ধরে যাওয়ার সম্ভাবনা ছিল পুরো ট্রেনে এমনই বলছেন আতঙ্কিত যাত্রীরা। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কাছে ট্রেন দুর্ঘটনা।
গাংপুর ও শক্তিগড়ের মাঝে প্যানটোগ্রাফ ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি।ট্রেন চলাচল বিঘ্নিত। ট্রেনের যাত্রীরা অনেকেই লাইনে নেমে পড়েন। তারা নিকটবর্তী স্টেশনের দিকে যান। প্যান্টোগ্রাফ মেরামতি না হওয়া পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল বন্ধ। ফলে হাওড়া-বর্ধমান জংশন আপ ডাউনের বহু যাত্রী বিপাকে পড়েছেন।প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় থমকে গিয়েছে একের পর এক লোকাল ও দূরপাল্লার ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে আছে একাধিক ট্রেন।