ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রয়াত বাপিদা ওরফে তাপস দাস

প্রয়াত বাপিদা ওরফে তাপস দাস
প্রয়াত বাপিদা ওরফে তাপস দাস
Rate this post

প্রয়াত হলেন বাপিদা ওরফে তাপস দাস। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। তাঁর চিকিত্‍সার জন্য তহবিল সংগ্রহও করেছিলেন সঙ্গীত জগতের বহু নামজাদা তারকা থেকে সাধারণ শ্রোতারা। কিন্তু রবিবার সকালে সবার চেষ্টা ব্যর্থ করে বিদায় নিলেন এই প্রবীণ।

বেলা এগারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাপিদার ছবি পোস্ট করে এই শোক সংবাদ জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী রূপম ইসলাম।

Leave a Reply