ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সামান‌্য কিছু রদবদল করল CBSE বোর্ড

বদল করা হল CBSE বোর্ডের পরীক্ষার পদ্ধতি একবার খারাপ হলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পড়ুয়াদের
বদল করা হল CBSE বোর্ডের পরীক্ষার পদ্ধতি একবার খারাপ হলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পড়ুয়াদের
Rate this post

Bengaliportal: CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচিতে রদবদল নতুন দিনক্ষণ ঘোষণা করা হল। পরীক্ষা শুরুর দিনে কোনও পরিবর্তন হচ্ছে না। তিনদিন আগে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে। বেশকিছু পরীক্ষার দিন রদবদল করা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটেও নতুন রুটিনে মিলছে। cbse.gov.in ওয়েবসাইটে মিলবে রুটিন।

পুরনো রুটিন মতো ৪ মে থেকে শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তবে ওই তারিখে শুধুমাত্র কন্নড়া, লেপচা ও ওড়িয়া ভাষার পরীক্ষা হবে। ৬ মে ইংরেজি ভাষার পরীক্ষা দিয়ে দশম শ্রেণির মূল বিষয়গুলির পরীক্ষা শুরু হচ্ছে। দশমের পরীক্ষা চলবে পূর্ব নির্ধারিত ৭ জুন পর্যন্তই। দশম ও দ্বাদশ, দুই ক্ষেত্রেই প্রধান যে পরিবর্তন হয়েছে, তা খুব সামান‌্য।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

দশম শ্রেণির বিজ্ঞান পরীক্ষা ১৫ মে’র পরিবর্তে হবে ২১ মে। আগে সেদিন অঙ্ক পরীক্ষা হওয়ার কথা ছিল। এই দিন পরিবর্তনের ফলে অঙ্ক পরীক্ষা পিছিয়ে হল ২ জুন। দ্বাদশের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান পরীক্ষা ১৩ মে-র পরিবর্তে পিছিয়ে হবে ৮ জুন। ভুগোল পরীক্ষা একদিন পিছিয়ে হবে ৩ জুন। ১৪ জুন সকালে থাকছে রিটেল ও মাস মিডিয়া স্টাডিজ এবং বিকেলে হবে বিভিন্ন ভাষার পরীক্ষা। ১৩ থেক ১৬ মে পর্যন্ত কোনও পরীক্ষা থাকছে না। তবে কেন এই পরিবর্তন সে সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply