Bengaliportal: পশ্চিম মেদিনীপুরের ডেবড়ায় প্রতি বছরের মতো এই বছরও আয়োজন করা হয়েছিল মেলার। হরিমতি হাইস্কুলের মাঠে ঘাটাল লোকসভার সাংসদ তথা অভিনেতা দেবের উদ্যোগে আয়োজিত হয় এই মেলা। টানা ৮ দিন ধরে আয়োজিত মেলার শেষ দিন উপস্থিত হয়েছিলেন দেব। মাইক হাতে নিতেই সকলেই ভেবেছিলেন যে ভোটের বাজারে গরমাগরম কিছু বলবেন অভিনেতা। কিন্তু তিনি যা বলেছেন, তা শুনে অবাক অনেকেই।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
নিজের সোশ্যাল পেজে অনুষ্ঠানের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছেন দেব। সেই সঙ্গে পোস্টে অভিনেতা লিখেছেন, “ভোট আসবে, চলে যাবে, কিন্তু একবার জীবন যদি চলে যায় সেটা আর ফিরে আসবে না। দয়া করে মাস্ক পরুন এবং করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে উপযুক্ত ব্যবস্থা নিন।” ভিডিওতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর কোনও উচ্চবাচ্য না করাটা অনেকের কাটেই বেশ অপ্রত্যাশিত ঠেকেছে।
ভোটের আবহাওয়ায় যে এখনও অতিমারী করোনা চলে যায়নি, সেটা মাথায় রাখতে বলেছেন অভিনেতা তথা সাংসদ দেব। তাঁর এই ধরনের মানবিক প্রচার আরও একবার মন জয় করে নিয়েছে অনুরাগীদের। রাজনীতির ময়দানে নেমে কাউকে কু-কথা না বলে, অভদ্র আচরণ না করেও যে বিরোধিতা করা যায় তা সাংসদ দেবের ব্যবহার থেকে বারবার স্পষ্ট হয়েছে।