ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

একমাথা পাকা চুল। মুখ ভরতি ধূসর দাঁড়ি। চোখেমুখে ক্লান্তির ছাপ। ৬ ফিট উচ্চতার মানুষটি বয়সের ভারে যেন নুইয়ে পড়েছেন। একনজরে অমিতাভ বচ্চনকে দেখে চেনা দায়!

একমাথা পাকা চুল। মুখ ভরতি ধূসর দাঁড়ি। চোখেমুখে ক্লান্তির ছাপ। ৬ ফিট উচ্চতার মানুষটি বয়সের ভারে যেন নুইয়ে পড়েছেন। একনজরে অমিতাভ বচ্চনকে দেখে চেনা দায়!
একমাথা পাকা চুল। মুখ ভরতি ধূসর দাঁড়ি। চোখেমুখে ক্লান্তির ছাপ। ৬ ফিট উচ্চতার মানুষটি বয়সের ভারে যেন নুইয়ে পড়েছেন। একনজরে অমিতাভ বচ্চনকে দেখে চেনা দায়!
Rate this post

একমাথা পাকা চুল। মুখ ভরতি ধূসর দাঁড়ি। চোখেমুখে ক্লান্তির ছাপ। ৬ ফিট উচ্চতার মানুষটি বয়সের ভারে যেন নুইয়ে পড়েছেন। একনজরে অমিতাভ বচ্চনকে দেখে চেনা দায়!

অমিতাভের আগামী বিগ বাজেট সিনেমায় এমন লুকেই দেখা যাবে তাঁকে। নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’। ২০২০ সালে যে ছবির স্টারকাস্ট ঘোষণা হওয়ার পর থেকেই দর্শক-অনুরাগীদের উত্তেজনার পারদ চড়েছে। ‘প্রজেক্ট কে’তে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন অমিতাভ বচ্চন।

প্রজেক্ট কে’ সিনেমা থেকেই অমিতাভ বচ্চনের লুক ফাঁস হয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসেই এই ছবির এক অ্যাকশন সিকোয়েন্সে শুট করার সময় বুকে চোট পেয়েছিলেন অভিনেতা। তবে বর্তমানে সেরে উঠে ফের শুটিংয়ে ফিরেছেন। মুম্বইয়ের এক স্টুডিওতেই ‘প্রজেক্ট কে’র সেট তৈরি হয়েছে। সেখান থেকেই ফাঁস হয়েছে অমিতাভ বচ্চনের লুক।

Leave a Reply