ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বন্ধ হওয়ার পথে ‘সোহাগজল’

বন্ধ হওয়ার পথে 'সোহাগজল
বন্ধ হওয়ার পথে 'সোহাগজল
Rate this post

বেশ কিছু ধারাবাহিক নতুন করে বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখাল ‘সোহাগজল’। তবে কি মাত্র আটমাসেই শেষ হয়ে গেল পথচলা? কি জানাচ্ছে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা?

‘সোহাগজল’ ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২২ সালের একেবারে শেষের দিকে। সেই ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল নায়ক এবং নায়িকার বিছেদের মধ্যে দিয়ে। ট্রেলারে তেমনটাই দেখান হয়েছিল। এরপর বিভিন্ন ভুলবোঝা বুঝিতে তাদের বিয়ে হয়ে। তবে এই দীর্ঘ আট মাসে গল্পের মোড় প্রায় অনেকটাই ঘুরে গিয়েছে। এখন দুই দম্পতির মধ্যে মিলমিশ হয়ে গিয়েছে। তবে একের পর এক বাঁধা আসছে তাদের জীবনে। তবে তারা একসঙ্গে মিলে সব বাঁধা অতিক্রম করছে।

এই গল্প হয়ত অতটা প্রভাব ফেলতে পারছে না দর্শকদের মনে। টিআরপি তালিকা সেই কথাই বলছে। এই ধারাবাহিকের টিআরপি প্রথম দিকে বেশির দিকে থাকলেও শেষ কয়েক সপ্তাহে তা গোঁড়ানিতে ঠেকেছে। তাছাড়া এই মুহূর্তে শুরু হয়েছে আরও বহু নতুন ধারাবাহিক। যার সাথে হয়ত পাল্লা দিয়ে উঠতে পারছে না এই ধারাবাহিক। তার ফলেই চ্যানেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই উঠেছিল। কিন্তু এই বিষয়ে এতদিন নায়ক না নায়িকা কাউকে মুখ খুলতে দেখা যায়নি। তবে এবার মুখ খুললেন অভিনেতা হানি বাফনা যার ধারাবাহিকে নাম শুভ্র। তিনি জানান যে এই বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হ্যা এরকম কথা উঠেছে। তবে বন্ধ হবে কি হবেনা সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

Leave a Reply