ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতের তৈরি কফ সিরাপ খেয়ে বিশ্বে প্রায় তিনশো শিশুর মৃত্যু, তদন্তে WHO

ভারতের তৈরি কফ সিরাপ খেয়ে বিশ্বে প্রায় তিনশো শিশুর মৃত্যু, তদন্তে WHO
ভারতের তৈরি কফ সিরাপ খেয়ে বিশ্বে প্রায় তিনশো শিশুর মৃত্যু, তদন্তে WHO

কথায় কথায় কফ সিরাপ খাচ্ছেন।ভারতের তৈরি কফ সিরাপ খেয়ে বিশ্বে প্রায় তিনশো শিশুর মৃত্যু হয়েছে ।গত কয়েক মাসে। সেই সকল কফ সিরাপের বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোট ২০টি কফ সিরাপের উপাদান পরীক্ষানিরীক্ষার নির্দেশ দিয়েছে। WHO’র প্রাথমিক ধারণা, এই কফ সিরাপগুলি উপাদান থেকে বিষক্রিয়া হতে পারে।

বায়োটেক , মেডেন ফার্মাসিউটিক্যাল-সহ কয়েকটি সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ৬৬ জন শিশুর। ওই সংস্থারগুলির বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রফতানি করেছে তারা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই চার কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যু। ভারতীয় কফ সিরাপ খেয়ে প্রথম শিশু মৃত্যুর খবর আসে পশ্চিম আফ্রিকার দেশগুলি থেকে। কিছুদিন আগে ভারতীয় কফ সিরাপ খেয়ে উজেবেকিস্তান এবং জাম্বিয়ায় বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। এরপরই এইসব কফ সিরাপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

তবে এই কফ সিরাপ সংস্থাগুলির বিরুদ্ধে আগে থেকেই পদক্ষেপ করেছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এমনকী, ওষুধ রফতানি নিয়ে নয়া নির্দেশিকাও দিয়েছে DGCA। বলা হয়েছে, রফতানির আগে সব সিরাপ সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। তবেই সেটা বিদেশে রফতানি করার অনুমতি মিলবে। এবার WHO-ও এই কফ সিরাপগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল।

Leave a Reply