ফলের রাজা আম,আর এই আমকে কেন্দ্র করেই মালদায় হয় আম ও মিষ্টি মেলা। এবার বাতিল হল সেই আম ও মিষ্টি মেলা। কারণ, পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে।
শেষ মনোনয়ন প্রক্রিয়াও। তারই জেরে আম ও আম মিষ্টি মেলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনায় অবশ্য আশাহত মালদা জেলার আম চাষি এবং আম ব্যবসায়ীরা। এমনটাই জানালেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। তবে পরবর্তীকালে এই মেলা করা যায় কিনা তা ভাবা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।উল্লেখ্য, মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৬ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত মালদা শহরের বৃন্দাবনি ময়দানে আয়োজন করার কথা ছিল আম ও আম মিষ্টি মেলার। যে মেলাকে ঘিরে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী – সকলের মধ্যেই উত্সাহ থাকে। কারণ, মেলার মাধ্যমে আম ও আম থেকে তৈরি যাবতীয় মিষ্টির প্রচার ও প্রসার হয়। এমনকী, মেলা থেকে উঠে আসে বিভিন্ন নতুন পরিকল্পনা।
পরবর্তীকালে তা বাস্তবায়িত করা হয়। কিন্তু আবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় আপাতত মালদায় আম ও আম মিষ্টি মেলা করা সম্ভব হচ্ছে না। মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, নির্বাচনের কারণেই বন্ধ রাখতে হয়েছে এই মেলা। এর ফলে মালদা জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা আশাহত। কারণ, মেলার মাধ্যমে মালদার আম ও আম থেকে তৈরি মিষ্টির প্রচার ও প্রসার ঘটে। এবার তা হবে না।মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক জানান, নির্বাচন বিধির জন্য আপাতত এই মেলা বাতিল করা হয়েছে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে আম ও আম মিষ্টি মেলা হয়ে থাকে। আগামীতে আমরা এই মেলা করার পরিকল্পনা গ্রহণ করব।