ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Jio কে টেক্কা দিতে বাজারে আসছে নতুন সংস্থা, নয়া পরিকল্পনা আদানির

Jio কে টেক্কা দিতে বাজারে আসছে নতুন সংস্থা, নয়া পরিকল্পনা আদানির

[ad_1]

Jio কে টেক্কা দিতে বাজারে আসছে নতুন সংস্থা, নয়া পরিকল্পনা আদানির

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এখন যে সকল টেলিকম সংস্থার একচ্ছত্ররাজ রয়েছে তার মধ্যে অন্যতম হলো Jio। লঞ্চ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে এই টেলিকম সংস্থা নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। প্রথম থেকেই নজর করা অফার এবং 4G পরিষেবা দেওয়ার কারণে তারা এইভাবে নিজেদের রাজত্ব তৈরি করেছে।

তবে এবার এই জিওর রাজত্বে ভাঙ্গন ধরাতে আসতে চলেছে আরও একটি নতুন টেলিকম সংস্থা। এই টেলিকম সংস্থা আসছে আদানি গ্রুপের হাত ধরে। ইতিমধ্যেই টেলিকম ব্যবসায় নামার ক্ষেত্রে প্রাথমিক লাইসেন্স জোগাড় করে ফেলেছে এই আদানি গ্রুপ। যদিও এই ব্যবসায়ী সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে তারা ৫জি পরিষেবার মধ্য দিয়েই তাদের টেলিকম ব্যবসা শুরু করবে বলে মনে করা হচ্ছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আগামী গ্রুপের মধ্যে বাজারে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। বিশ্বের ধনী শিল্পপতিদের তালিকায় কখনো মুকেশ আম্বানি, আবার কখনো গৌতম আদানি একে অপরকে টেক্কা দেন। তবে সরাসরি এই দুই ব্যবসায়ীর প্রতিদ্বন্দ্বিতায় নামতে এর আগে কখনো দেখা যায়নি। কিন্তু এবার এই টেলিকম বাজারের মধ্য দিয়েই মনে করা হচ্ছে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।

সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই আগামী গ্রুপ টেলিকম ব্যবসায়ী নামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করে ফেলেছে। এমনকি তারা পেয়ে গিয়েছেন ন্যাশনাল লং ডিসট্যান্স (NLD) এবং ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স (ILD) লাইসেন্স। সম্প্রতি সরকার ফাইভ-জি পরিষেবার জন্য এয়ারওয়েভ নিলাম করে। সেই নিলামে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং জিও ছাড়াও চতুর্থ একটি সংস্থা হাজির ছিল। এই রহস্যময়ী সংস্থাটি হলো আদানি গ্রুপের সংস্থা।

বর্তমানে ভারতের যে চারটি টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে জোর টক্কর চলে জিও এবং এয়ারটেলের। এছাড়া অন্যান্য কোন টেলিকম সংস্থা সেইভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। সেই জায়গায় নতুন টেলিকম সংস্থা এলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে এবং তার সফলতা পাবেন গ্রাহকরা এমনটাই মনে করা হচ্ছে।

[ad_2]

Leave a Reply