বেঙ্গলি পোর্টাল: আগামী বছরের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে রাজনৈতিক মহলের উত্তেজনা। যদি এমনটা স্বাভাবিক ঘটনা কিন্তু কোথাও যেন এই উত্তেজনা মাত্রা ছড়িয়েছে দিনের পর দিন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সবথেকে বিতর্কিত একটি মুখ শুভেন্দু অধিকারী। যাকে নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী দিনে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছে নাকি নতুন কোন দল গঠন করতে চলেছে। তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
আর এরই মধ্যে কল্যান বন্দ্যোপাধ্যায়ের সাথে বিতর্কে জড়িয়ে পড়লেন শুভেন্দু অধিকারী। কৃষি বিলের বিরোধিতা করতে গিয়ে বাঁকুড়ার একটি সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত দুজনকে কটাক্ষ করেন তাদের মধ্যে একজন হলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও অতিন ঘোষ। ঐদিন ওই সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন “যে যেমন খুশি সুরে গাইবে। বেসুরো গাইতে চাইলে গাইবে! তাতে আমাদের কী এসে গেল? আমাদের সুর একটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে যে গান গাইবে সে ঠিক আছে। নাহলে কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছের তলা ছেড়ে যে যেখানে যাবে যাক। বেসুরে, অসুর জানি না কিছুই। জানি শুধু একটি সুর। তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর।” তাই বলাই যায় বিধানসভা ভোটের আগে কোথাকার জল কোথায় গিয়ে থামে সেই দিকে লক্ষ্য থাকবে রাজনৈতিক দিক থেকে রাজনৈতিক বিশেষজ্ঞদের সকলেরই।
আরও পড়ুন: বিজেপিতে এলে MP-MLA তৃণমূলে থাকলে চাকরবৃত্তি শুভেন্দুকে বার্তা দিলীপ ঘোষের