বেঙ্গলি পোর্টাল: করোনা আবহের জেরে প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এই পরিস্থিতিতে চলতি বছরের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ৷ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে৷
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
প্রতিটি সরকারি, সরকারি স্কুলের প্রধানকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, এই বছর ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির সকল পড়ুয়াকে পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে৷ মূল্যায়ন ছাড়াই পরের ক্লাসে তুলে দেওয়া হবে তাদের৷ তবে স্কুল খোলার পর নিয়ম মাফিক ক্লাস চালু হলে আগের ক্লাসের সম্পূর্ণ সিলেবাস বুঝিয়ে দিতে হবে শিক্ষকদের৷ বর্তমান ক্লাসের সিলেবাস শুরু করার আগেই পূর্ববর্তী ক্লাসের সিলবাস শেষ করতে হবে৷ পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে তাদের দানার ক্ষেত্রে কোনও খামতি না থাকে৷
আরও পড়ুন: অনলাইন ক্লাসের জন্য ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবিষয়ে শিক্ষক-শিক্ষাকর্মীর রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘প্রাথমিক শিক্ষার মধ্যে পঞ্চম শ্রেণি থাকলেও অধিকাংশ হাই স্কুলগুলিতে এখনও পঞ্চম শ্রেণি রয়েছে৷ মধ্যশিক্ষা পর্ষদের এই নোটিফিকেশনে পঞ্চম শ্রেণির কোনও কথা উল্লেখ নেই কেন? রাজ্যে প্রায় সব কিছু স্বাভাবিক হলেও কবে থেকে বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হবে, এখনও তার কোনও নির্দেশিকা নেই৷ অথচ জানানো হল, ক্লাস শুরু হলে পূর্বের ক্লাসের সম্পূর্ণ সিলেবাস শেষ করবার পর নতুন ক্লাসের পঠন-পাঠন শুরু হবে৷ এটা কতটা বাস্তব সম্মতভাবে কার্যকর করা যাবে, এ ব্যাপারে প্রশ্ন থেকে যাচ্ছে৷’’ করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাকর্মী থেকে অভিবাবকরা সকলেই খুশি হবেন বলে মনে করা হচ্ছে।