ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বছর শেষে প্রকাশ্যে এল সাংসদ তারকা দেব-রুক্মিণীর প্রেম

বছর শেষে প্রকাশ্যে এল সাংসদ তারকা দেব-রুক্মিণীর প্রেম
বছর শেষে প্রকাশ্যে এল সাংসদ তারকা দেব-রুক্মিণীর প্রেম

বেঙ্গলি পোর্টাল: একটি ছবিকে ঘিরে প্রকাশ্যে এল দেব-রুক্মিণীর প্রকাশ্যে প্রেম। সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে ১ ডিসেম্বর থেকে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি “গোলন্দাজ”-এর শ্যুট শুরু করেছেন দেব। এই ছবিতে তিনি বাংলার ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন। ছবির লুক অনুযায়ী তিনি পরেছেন ধুতি, পাঞ্জাবি। লাগিয়েছেন গোঁফ। পায়ে মোজা, বুট জুতো। পাশে দাঁড়ানো ঘোড়ায় টানা গাড়ি।

গোলন্দাজ
গোলন্দাজ

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শ্যুটের ফাঁকেই হঠাৎ সাংসদ-তারকা কিছুক্ষণ সময় কাটালেন টাঙার ঘোড়াদের সঙ্গে। নিজের হাতে চানা খাওয়ালেন। সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা, ‘এমনিই।’ সেই ছবি দেখেই সাড়া দিয়েছেন রুক্মিণী। তিনি আন্তরিক ভাবে দেবকে বলেছেন, ‘হুমমম, এমনিই থেকো।’ উল্লেখ্য, টলিউডে দেবের হাত ধরে অভিষেক হলেও জিৎ প্রোডাকশনের “সুইৎজারল্যান্ড” ছবিতে এই প্রথম রুক্মিণীর বিপরীতে আবীর চট্টোপাধ্যায়। তবে বলাই যায় এই দুই তারকা জুটির প্রকাশ্য প্রেম দেখে মুগ্ধ হয়েছেন ফ্যানেরা।

আরও পড়ুন: কমান্ডো ছবির শুটিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে অভিনেতা দেবের গাড়ি

Leave a Reply