বেঙ্গলি পোর্টাল: সোমবার দুপুরে চন্দ্রকোণা রোডের ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। শোনা যায়, অভিনেতা-সাংসদ দেব যেখানে শুটিং করছেন, সেখানকারই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে। অভিনেতা ঠিক আছেন তো? কৌতূহলী হয়ে পড়েন সকলেই। তবে না, দেবের কোনও ক্ষতি হয়নি। কারণ সৌভাগ্যক্রমে সেটি তাঁর গাড়ি ছিল না।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
সোমবার দুপুরে চন্দ্রকোণা রোডের ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। সূত্র মারফত জানা গিয়েছে, চন্দ্রকোণা রোডের প্রয়াগ ফিল্ম সিটিতে ‘কমান্ডো’ ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন দেব। শুটিং স্পটে বিভিন্ন প্রয়োজনে একাধিক গাড়ি রাখা হয়। তেমনই একটি গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়ে। শুটিং স্পটের গাড়ি দেখেই হইচই পড়ে যায়।
আরও পড়ুন: সোহম-শ্রাবন্তীর সুপারহিট জুটি পা প্রথম রাখতে চলেছে ওয়েব সিরিজের দুনিয়ায়
জানা গিয়েছে, শুটিংয়ের কাজে ব্যবহৃত গাড়িটি ডুকির কাছে আসলে তিন চাকার একটি ইঞ্জিন ভ্যান তাতে ধাক্কা মারে। গাড়ির খুবই সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়াগ ফিল্ম সিটির বর্তমান ম্যানেজার আনন্দ মুখোপাধ্যায়ের জানিয়েছেন, ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটেছে। তবে কারও কোনও ক্ষতি হয়নি।
Hi everyone
— Dev (@idevadhikari) November 23, 2020
Thanku for all ur concern.
But I haven’t met with any accident and am absolutely fit n fine.
All the news doing the rounds regarding my accident is untrue.
So please don’t get worried. All is well. pic.twitter.com/7bGwXzmALG